Header Ads

শীত-গ্রীষ্ম-বর্ষা টনিকই ভরসা, বড়দিন এবার জমজমাট, আসছে 'টনিক'


"শীত-গ্রীষ্ম-বর্ষা, টনিক-ই ভরসা"। শীতের আমেজে বড়দিনের আনন্দ এবার দ্বিগুণ। বড়পর্দায় মুক্তি পাচ্ছে নবাগত পরিচালক অভিজিৎ সেনের ছবি 'টনিক'। যে ছবিটি ছোটো-বড় সব বয়সের ছবি। 'টনিক' একটি ইচ্ছে পূরণের গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। যা দেখে ক্রমশ প্রকাশ্য--  সপরিবারে জমিয়ে দেখার মতো ছবি হতে চলেছে 'টনিক'। এই ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে দেবকে। টিজার ও ট্রেলারের মাধ্যমে যে বিষয়টি দর্শকদের বেশি করে আকর্ষণ করছে তা হলো পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেবের অদ্ভুত রসায়ন।  


প্রযোজক অতনু রায়চৌধুরী ও প্রণব কুমার গুহ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এই ছবিতে দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন একঝাঁক কলাকুশলী। ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে শকুন্তলা বড়ুয়াকে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সুজন মুখোপাধ্যায়কে। এছাড়াও ছবিতে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা৷  

আশি বছরের জলধর সেন ওরফে পরাণ বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে পালিয়েছেন। তিনি সব বাঁধা আর শেকল থেকে নিজেকে পুরোপুরি মুক্ত করতে চান। ছেলের সব বারণকে বুড়ো আঙুল দেখিয়ে  বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে পাহাড়ে পাড়ি দিয়েছেন তিনি৷ সফরসঙ্গী স্ত্রী  শকুন্তলা বড়ুয়া এবং 'টনিক' দেব। এই বয়স্ক দম্পতির ইচ্ছেপূরণের কাণ্ডারী হবেন দেব। ট্রেলারের পরতে পরতে এই সবকিছুই ধরা দিয়েছে।  

টনিক সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। ছবিতে আবহসঙ্গীত পরিচালনা করেছেন রাজা নারায়ণ দেব। করোনার জন্য দেড় বছর ধরে আটকে রয়েছে ছবির মুক্তি। এবার খোলা আকাশে টনিকের মুক্ত হওয়ার পালা। ট্রেলারজুড়ে হাসি-ঠাট্টা, জমজমাট ডায়লগ, অভিমান, অ্যাডভেঞ্চার, রিভার রাফটিং ও প্যারা গ্লাইডিং; সব মিলিয়ে এ যেন এক অন্য ঘরানার ছবি৷ দেবের কেরিয়ারে এই ছবি আরো একটি বড় পাওনা। ইদানীং দেবের দিনকাল বেশ ভালোই কাটছে। পুজোতে তার মুক্তিপ্রাপ্ত ছবি 'গোলন্দাজ' ইতিমধ্যেই ব্লকবাস্টার। যার রেশ কাটতে না কাটতেই মুক্তির জন্য অপেক্ষা করছে তার আরো একটি নতুন ছবি 'টনিক'। এরই মধ্যে তাঁর 'কাছের মানুষ' এবং 'রঘু ডাকাত' নামে দুটো ছবিরও ঘোষণা হয়েছে। দেব অভিনয় জগতে দিন দিন  নিজেকে ভেঙে অন্য একটি ইমেজ তৈরি করছেন৷ টনিকেও তা স্পষ্টভাবে ধরা পড়েছে৷  তিনি প্রতিদিন ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে সকল দর্শকদের কাছে তিনি অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন। 

প্রতিবেদন- সুমিত দে


No comments