মুক্তি পেল স্পন্দন ব্যান্ডের বহু প্রতীক্ষিত গান 'সে মানুষ খোঁজে এই মন'
মনের মানুষ কখনো কখনো অচিন পাখির মতোই উড়ে যায়। সম্পর্ক বড়োই বিচিত্র। সেটা আবার যদি ভালোবাসার সম্পর্ক হয়। দুটো মানুষের মনের মিলনে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। তবুও সেই সম্পর্কে থেকেই কিছু কিছু মানুষ তৃতীয় ব্যক্তিকেই আপন করার চেষ্টা করে। যাকে ত্রিকোণ প্রেম বলে। এই ত্রিকোণ প্রেম নিয়েই 'স্পন্দন ব্যান্ড' নিয়ে এলো তাঁদের নতুন মৌলিক গান 'সে মানুষ খোঁজে এই মন'।
তনয় দত্ত, শমীক চ্যাটার্জি ও নিলয় চক্রবর্তী এই তিন ব্যক্তির হাত ধরে জন্ম হয় স্পন্দন ব্যান্ডের৷ যদিও বর্তমানে তাঁদের টিম বেশ বড়ো। অভীক সরকার, স্বাক্ষর মিত্র, সঞ্চিতা সরকার, রিতম মিত্র, সৌম্যব্রত বোস ও বিকি সেন এই প্রতিটি ব্যক্তিকে সঙ্গে নিয়ে স্পন্দন ব্যান্ড এগিয়ে চলেছে।
সম্প্রতি তাঁদের মুক্তিপ্রাপ্ত 'সে মানুষ খোঁজে এই মন' গানটির আগেও তাঁরা অনেক মৌলিক গান তৈরি করেছেন। এর আগে তাঁদের তৈরি করা 'চেনা গান অচেনা রূপে' শিরোনামের একটি গান ইউটিউবে এক মিলিয়ন ভিউ অতিক্রম করেছিল। 'স্পন্দন ব্যান্ড' এই নামটির মধ্যেই একটা প্রাণ লুকিয়ে আছে। তাঁরা যেহেতু অন্তর দিয়ে প্রাণজুড়নো গান তৈরি করেন সেহেতু স্পন্দন নামটি যুক্তিযুক্ত। স্পন্দন ব্যান্ডের প্রতিটি গানই প্রাণের গান৷
'সে মানুষ খোঁজে এই মন' গানটি শুনলে মনে হবে এ এক মাটির গান৷ বাঁশির অসাধারণ সুর ও গিটারের মেলোডি এবং কয়েকটি সুরেলা কণ্ঠে তৈরি হয়েছে এ গান। বাপ্পা পাল, নিলয় চক্রবর্তী, শমীক চ্যাটার্জি ও তনয় দত্তের কণ্ঠে এই গানটি ধ্বনিত হয়েছে। গানের বিষয়ভাবনা ও লিরিক লিখেছেন তনয় দত্ত। গানের এক একটা কথা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো৷ গানটিতে বাঁশি পরিবেশন করেছেন শমীক চ্যাটার্জি এবং গিটার পরিবেশন করেছেন নিলয় চক্রবর্তী৷ গানটির যন্ত্রানুসঙ্গ করেছেন শমীক চ্যাটার্জি। গানটি রেকর্ডিং করা হয়েছে শুভ্রা অডিও ওয়ার্কসে। গানটির মিক্সিং করেছেন নিলয় চক্রবর্তী ও শমীক চ্যাটার্জি। গানটির মাস্টারিং করেছেন শমীক চ্যাটার্জি।
গানটির প্রসঙ্গে স্পন্দন ব্যান্ডের সদস্যরা লিটারেসি প্যারাডাইসকে জানান, "স্বনামধন্য নাট্যশিল্পী এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী নব্যেন্দু চট্টোপাধ্যায় এই প্রজেক্ট এ খুব সুন্দর একটি অংশে অসাধারণ অভিনয় করেছেন। এছাড়াও ধূপগুড়ির প্রথিতযশা সংগীতশিল্পী শ্রী বাপ্পা পালের কণ্ঠের জাদুতে আমাদের এই প্রজেক্ট এক আলাদা মাত্রা পেয়েছে। আমরা এই দুই বিশিষ্ট মানুষকে হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই।"
গানটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে জলঢাকা নদীর এক অংশে। সেখানকার মানুষের বিপুল সহায়তায় সম্পূর্ণ হয়েছে এই প্রজেক্টটি৷ নিত্যগোপাল রায়, মীনা সরকার, বাবুলাল সরকার, আশানন্দ সরকার ও সুভাষ সরকার নামের পাঁচ ব্যক্তি বিশেষ ভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন।
গানের সুর, আবহ ও কথার মতোই নজর কেড়েছে গানের ভিডিও চিত্রায়নও। গানের ভিডিও একটি ত্রিকোণ প্রেমের মধ্য দিয়ে শুরু হলেও শেষটি একটু অন্যরকম। গানটির ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রীতম দত্ত, সুচরিতা সরকার ও প্রিয়া ঘোষ। গানটির ভিডিওগ্রাফি করেছেন তনয় দত্ত, সৌম্যব্রত বোস ও শমীক চ্যাটার্জি। ভিডিওটির পরিচালনা ও সম্পাদনা করেছেন তনয় দত্ত। স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে কাজ করেছেন নব্যেন্দু চট্টোপাধ্যায় ও বিকি সেন।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment