Header Ads

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো সবুজ মঞ্চের রাজ্য পরিবেশ সম্মেলন



২০০৯ সালে সবুজ মঞ্চ প্রতিষ্ঠিত হয় বিশেষত রাজ্যের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ঘোষণা পত্রে পরিবেশ সংক্রান্ত বিষয় গুলিকে অবহেলিত করার বিরোধিতা করার মাধ্যমে। এটি বিশেষত বিভিন্ন পরিবেশ, বিজ্ঞান, সামাজিক সংগঠন ও ব্যক্তিগত পরিবেশ প্রেমী তথা চিন্তনশীল মানুষের দ্বারা গঠিত এক মঞ্চ। শব্দ দূষণ ও নদী জলাভূমি দূষণ প্রতিরোধে এক সদর্থক ভূমিকা পালন করেছে এই পরিবেশবাদী মঞ্চ।


এছাড়াও রাজ্যে সর্বপ্রথম নদী কনভেনশন সংগঠিত করে সারা রাজ্যের বিভিন নদী/ জলাভূমি কে বাঁচানোর আন্দোলনের সুদৃঢ় পথের দিশারী এই মঞ্চ। গত ২৭ ও ২৮ শে নভেম্বর সমগ্র রাজ্যব্যাপী প্রথম সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হলো নদীয়ার মদনপুরের মানসে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার পরিবেশ, নদী কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজ্য নদী জলাভূমি বাঁচাও কমিটির সদস্য ও দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্যরাও।


উপস্থিত ছিলেন মঞ্চের সম্পাদক নব দত্ত, পরিবেশ চিন্তক বিশ্বজিৎ মুখার্জি, সাংবাদিক জয়ন্ত বসু, বুড়োশিব দাশগুপ্ত, অনিরুদ্ধ মজুমদার, ডঃ দুলাল বসু, বিবর্তন ভট্টাচার্য, শশাঙ্ক দেব, জ্যোতির্ময় সরস্বতী, তুহিন শুভ্র মন্ডল, ঝর্ণা আচার্য্য প্রমুখরা।

এছাড়াও বিভিন্ন জেলার প্রতিনিধি দের মধ্যে হাওড়া শহরাঞ্চল থেকে সম্রাট মন্ডল, হাওড়া গ্রামীণ থেকে শুভ্রদীপ ঘোষ, কলকাতা থেকে দেবাশীষ রায়, দক্ষিণ দিনাজপুর থেকে দিনু দাস, দার্জিলিং থেকে প্রদীপ নাগ, মালদা থেকে পূর্ণশ্লোক দাসগুপ্ত, নদীয়া থেকে জ্যোতির্ময় সরস্বতী, পশ্চিম মেদিনীপুর থেকে কৃষ্ণ গোপাল চক্রবর্তী প্রমুখ। এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪  পরগনা, মুর্শিদাবাদ এবং হুগলির প্রতিনিধিরাও।


রাজ্য জুড়ে পরিবেশ নীতি নির্ধারণ ও ভবিষ্যৎ কর্ম প্রক্রিয়া গঠন তথা সমগ্র রাজ্যের পরিবেশ কর্মীদের সংগঠিত করে পরিবেশ রক্ষার কাজে আরো সংঘবদ্ধ করা ও আগামীতে জেলায় জেলায় সবুজ মঞ্চের কাজের বিস্তার ঘটানোই ছিল সম্মেলনের মূল লক্ষ্য।

সম্মেলনের মূল আলোচনার বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন মঞ্চের সাম্পাদক নব দত্ত। পরিবেশ সমস্যা গুলো মূলত প্রাধান্য পেয়েছে ওনার বক্তব্যে। যেমন বাজী-পটকা, ডিজে ও লাউড স্পিকারে অতিরিক্ত শব্দ দূষণ। বেআইনি ভাবে জলা ও জলাভূমি বোজানো। বেআইনি জমি দখল, বালি তোলা ও নদীর জলে বিষাক্ত রাসায়নিক ফেলার মতো নদীর সামগ্রিক সমস্যা। মৎস্যজীবী দের জীবন জীবিকা সংকট। ভূগর্ভস্থ জল সংকট। কৃষি বিশেষ করে মাটির ওপরের অংশ নষ্ট, কৃষি কার্যে বিপুল রাসায়নিক প্রয়োগের কুফল। অপরিকল্পিত নগরায়নের ফলে সবুজ ধ্বংস ও জীব বৈচিত্র্য বিপন্নতা। করোনাকালে বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ে নানান বেআইনী ব্যবস্থা। বায়ু দূষণ ও পরিবেশ বান্ধব যানবাহন। জলবায়ু পরিবর্তনের সংকট প্রভৃতি জেলাভিত্তিক একাধিক পরিবেশগত সমস্যা। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments