Header Ads

রবি ঠাকুরের ফিরে আসা ইমন সেনের গানে লেখায়, প্রথম পোস্টারেই উচ্ছসিত রবীন্দ্রপ্রেমী বিশ্ব


কলেজ ক্যান্টিন থেকে রকস্টার, জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন সেন। একাকীত্বকে নিজের প্রচেষ্টায় বারংবার হার মানিয়েছেন ইমন সেন। জীবনে তিনি বড়োই একলা। জীবন পথে অল্প সময়েই মা, বাবা, প্রেমিকা সকলকেই হারিয়েছেন তিনি। যন্ত্রণা যেন তাঁর নিত্যসঙ্গী। তবে তিনি মনে করেন যে যন্ত্রণাই নাকি তাঁকে একটু একটু করে গড়তে সাহায্য করেছে। তিনি যন্ত্রণাকে ভয় পাননা৷ তিনি নিজের সমস্ত বেদনাকে দূরে সরিয়ে প্রতিদিন একের পর এক মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা জোগান। তাঁর লক্ষ লক্ষ শ্রোতার মাঝেই তিনি নিজের প্রিয়জনদের খুঁজে পান। রকস্টার নামেই যার অধিক পরিচিতি, সেই ইমন সেন ক্রমশ আবেগতাড়িত হয়ে উঠছেন রবীন্দ্র প্রেমে। 


রবীন্দ্র সঙ্গীতের হাত ধরে এক নতুন অধ্যায়ের জন্ম হতে চলেছে ইমন সেনের। তাঁর কণ্ঠে এবার আসছে রবীন্দ্র সঙ্গীত। আপামর বাঙালির হৃদয়ে জোয়ার নিয়ে আসা সেই বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত 'ও যে মানেনা' গাইতে চলেছেন ইমন সেন। যার পোস্টার সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করার পর তাঁর গুণগ্রাহী শ্রোতারা দারুণ উচ্ছ্বসিত কারণ একজন প্রিয় শিল্পীকে নতুনভাবেই আবিষ্কার করতে ভালোবাসেন তাঁর শ্রোতারা।

'ও যে মানেনা'র প্রসঙ্গে সঙ্গীতশিল্পী ইমন সেন বলেন  "মা খুব ছোটো থেকেই রবি ঠাকুরের সাথে পরিচয় করিয়ে  দেওয়ার সময় বড্ড আপন মনে হয়েছিল রবি ঠাকুরকে। মায়ের মৃত্যুর সময় আমার বয়স ছিল মাত্র ১৩ বছর। দেখতে দেখতে মায়ের মৃত্যুর পর কুড়িটা বছর কেটে গেছে। এই কুড়িটা বছরে আমি রবি ঠাকুরকে সযত্বে রেখে দিয়েছিলাম বুকের মাঝে। প্রসঙ্গত, রবি ঠাকুরের গান গাইবার জন্য বাবা আমাকে বহুবার অনুপ্রাণিত করলেও কখনো সেই গান রেকর্ড করা হয়ে ওঠেনি। তবে এই মুহূর্তে আমার সারা শরীর জুড়ে আমি রবি ঠাকুরকে অনুভব করি। 'ও যে মানেনা' দিয়েই আমার এই নতুন জন্ম শুরু করতে চাই।" 

কলেজ ক্যান্টিন, রাজকন্যা, একতরফার মতো একগুচ্ছ গান গেয়ে তিনি বহু মানুষের মনে জায়গা করে নিয়েছেন। যে চেনা ছকে ইমন সেনকে তাঁর শ্রোতারা চিনেছেন, সেই চেনা ছক থেকে বেরিয়ে পুনর্জন্ম হবে ইমন সেনের৷ এমনিতেই শিল্পীদের সারাজীবন ধরে বার বার পুনর্জন্ম হয়। এটাকেও তেমনই এক পুনর্জন্ম হিসেবে গণ্য করা যায়। 'ও যে মানেনা'র পর তিনি আরো অনেক রবীন্দ্র সঙ্গীত নিয়ে কাজ করবার ইচ্ছেপ্রকাশ করেছেন। যদিও এই নতুন জন্মকে যত্ন করে রাখায় তাঁর বিশেষ কর্তব্য বলে তিনি জানিয়েছেন। 

ইমন সেন আরো বলেন, "রবি ঠাকুরের গানকে যাপন করে গাইতে চেয়েছি ও ভিডিও করতে চেয়েছি বলেই হয়তো অনেকটা সময় লেগে গেলো। তবে সেই যাপন আশা করি আমার শ্রোতারা গানে ও ভিডিওতে খুঁজে পাবেন।"  

'ও যে মানেনা'তে অভিনয়ে করেছেন তৃষা, যিনি পর্দায় এই প্রথমবার অভিনয় করলেন। গানটির রেকর্ডিং-এর কাজ হয়েছে মিউজিক হাউস স্টুডিও থেকে। গানটিতে ইমন সেনের সাথে কিবোর্ড পরিবেশন করেছেন অভীক দাস। গানটির ভিডিওর কাজে এগিয়ে এসেছে ক্যাপচার্ড মোমেন্ট ফটোগ্রাফি। আর মাত্র কয়েকটা দিন, তারপর রবি ঠাকুরের ফিরে আসা ইমন সেনের গানে এবং লেখায়। 

প্রতিবেদন- সুমিত দে


No comments