Header Ads

আবর্জনা ঘেঁটে কেজি দরে বেচে দেওয়া বই কিনে লাইব্রেরি গড়ার স্বপ্ন দেখছেন মলয় বসাক


বই মানুষের সবচেয়ে বড়ো বন্ধু। বই পড়তে প্রায় সকল বাঙালিই ভালোবাসেন। অবসর সময় পার কিংবা জানা-অজানা বিশ্বের খোঁজে অনেকেই বই পড়েন। বইকে ভালোবেসে সহজেই হওয়া যায় বইপ্রেমী। নদীয়ার ভাতজাংলার কালীপুরের বাসিন্দা মলয় বসাক যার বই নিয়ে আলাদা একটা জগৎ রয়েছে। তিনি আবর্জনার মধ্যে থেকে বাছাই করে বইয়ের সন্ধান করেন। কেজি দরে বেচে দেওয়া বই তিনি নিয়ে আসেন নিজের টিনের ঘরে৷ সেই সংগ্রহ করা বই থেকে তিনি লাইব্রেরি বানাতে চান। ছোটোবেলা থেকেই তার স্বপ্ন ছিল বাড়িতে একটি লাইব্রেরি বানানো। সেই লক্ষ্যেই অবিচল তিনি৷


মলয় বসাকের অভাবের সংসার। তার হাতে উপার্জনও তেমন নেই বললেই চলে। ছোটোবেলায় অন্যের কাছে পুরানো বই চেয়ে এবং লাইব্রেরি থেকে বই ধার করে চলতো তার পড়াশোনা৷ যদিও সেই বই স্থায়ীভাবে রাখা যেত না। সেই বই নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে হতো। এর ফলে একটি বই দীর্ঘদিন নিজের কাছে রাখার সুযোগটুকুও পেতেন না তিনি। যা বইয়ের প্রতি তার প্রবল টান তৈরি করেছিল। 

বয়স যত বাড়তে থাকে তার ততই বইয়ের প্রতি টান বাড়তে  থাকে। তারপর থেকেই পুরানো বই কেনার দিকেই আগ্রহ বেড়ে যায় তাঁর। পরিত্যক্ত আবর্জনা স্তুপের মধ্যে পড়ে থাকা বই তাঁকে প্রত্যহ উঁকি দিতে থাকে। স্তুপের মধ্যে যা কিছু বই মেলে তাই-ই কুড়িয়ে নিজের ঘরে তুলে রাখেন তিনি। তাঁর জীবনের সবচেয়ে বড়ো স্বপ্ন হলো বইয়ের লাইব্রেরি বানানো। সেই স্বপ্নকে সত্যি করতে একটু একটু করে এগিয়ে চলেছেন তিনি। 

মলয় বসাক বর্তমানে চাকরির পরীক্ষা দেওয়ার পাশাপাশি টিউশনও পড়ান৷ তা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে নিয়মিত পুরানো বই সংগ্রহ করেন তিনি৷ এভাবে তিনি দুই হাজারেরও বেশি বই সংগ্রহ করেছেন। টিনের ঘরের মেঝেতে সারিবদ্ধ ভাবে তিনি সাজিয়ে রেখেছেন বইগুলি।  
 
তিনি চান তাঁর বাড়ির মধ্যে অনেকগুলো আলমারিতে বইগুলি রাখা থাকবে। বহু গুরুত্বপূর্ণ পুরানো বইয়ের সন্ধানও দেবে এই লাইব্রেরি বলে আশাবাদী তিনি৷ কিছুটা আর্থিক সংকটের জন্য তিনি আলমারি কিনতে পারছেন না। তাঁর আর্থিক সংকট কিছুটা মিটলে তিনি বাড়িতে আলমারি কিনে নিজের হাতে লাইব্রেরিটি প্রতিষ্ঠা করবেন৷ এই লাইব্রেরি তারই মতো বহু হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েদের উপকারে লাগবে। বিনামূল্যেই সেখানে সকলে বই পড়তে পারবেন৷ 
 
মলয় বসাকের এখন সারাটা দিন কাটছে বইয়ের সাথেই। বই সংগ্রহের নেশায় ডুবে রয়েছেন তিনি৷ সেই বইগুলিই তাঁকে আগামীর অনুপ্রেরণা জোগাচ্ছে। অবসাদ দূরীকরণ করে আলোর উৎস সন্ধানে বইয়ের থেকে ভালো বস্তু আর কিছুই নেই বলে মনে করেন মলয় বসাক। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments