Header Ads

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয় বঙ্গতনয়া দিগন্তিকা বোসের


বঙ্গতনয়ার বিশ্বজয়। আবারো জয়জয়কার পূর্ব বর্ধমানের মেমারির তরুণী দিগন্তিকা বোসের। আজকাল মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসছে দিগন্তিকার নাম। আন্তর্জাতিক স্তরের একটি প্রতিযোগিতায় বাংলাকে সম্মান এনে দিলো দিগন্তিকা বোস। মালয়েশিয়ায় আয়োজিত উদ্ভাবনী প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতে নিয়েছে দিগন্তিকা। সারা বিশ্বের মোট ১৭ টি দেশে অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি ও ইউনিভার্সিটি এই তিনটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 


কেবল বাংলায় নয়, দিগন্তিকা গোটা দেশের গর্ব। বর্তমানে সে বেঙ্গালুরুতে বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করছে। মাত্র ১৭ বছর বয়সেই তার ঝুলিতে রয়েছে বারোটি উদ্ভাবনী। যে উদ্ভাবনী গুলোর জন্য তার নাম বহু জায়গায় ছড়িয়ে পড়েছে। অল্প বয়সে বিরল প্রতিভার পরিচয় দিয়েছে দিগন্তিকা। গত মে মাসে তার তৈরি ডিটারেন্ট ইনহেলার মাস্ক গুগল আর্ট অ্যান্ড কালচারের সেরা দশ আবিষ্কারের তালিকায় প্রথম স্থান অধিকার করেছিল। এই মাস্কটি সাধারণ মাস্কের তুলনায় বহুগুণ আলাদা। এই মাস্ক যেমন ভাইরাস মারতে সক্ষম, তেমনই বাতাসের বিশুদ্ধ অক্সিজেন ছেঁকেও ফুসফুসে পাঠাতে পারে।   

নিত্যনতুন কিছু উদ্ভাবনীর আলাদা নেশা রয়েছে তাঁর। বাড়ির লোকেরা এ ব্যাপারে তাকে উৎসাহও দেন। সম্প্রতি মালয়েশিয়াতে আয়োজিত উদ্ভাবনী প্রতিযোগিতা (I³C) ২০২১-এ অংশ নেয় দিগন্তিকা বোস। মালয়েশিয়া ইনোভেশন ইনভেনশন ক্রিয়েটিভিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রথমবার মালয়েশিয়ার বুকে এরকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 

কোভিড পরিস্থিতির জন্য ভার্চুয়াল মাধ্যমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সারা বিশ্বের ১৭ টি দেশ থেকে মোট ৫০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়।  পরিবেশ বিজ্ঞান, জীব বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও পদার্থবিজ্ঞানের মতো বিভিন্ন শাখা ছিল প্রতিযোগিতায়। দিগন্তিকা ইউনিভার্সিটি বিভাগের ইঞ্জিনিয়ারিং ও পদার্থবিজ্ঞান শাখাতে ব্রোঞ্জ জয়লাভ করেছে। গত ২৮ শে নভেম্বর প্রতিযোগিতার শেষ হওয়ার পর ব্রোঞ্জ হাতে ঘরে ফিরেছে বাংলার মেয়ে দিগন্তিকা। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments