Header Ads

দীর্ঘ প্রতীক্ষার পর ৩১ শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা


বইমেলাও এখন বঙ্গজীবনের অঙ্গ। বাঙালির বারো মাসে যে তেরো পার্বণ চলে তার মধ্যে অন্যতম বই পার্বণ। বাঙালি যেমন খেতেও ভালোবাসে তেমনই বই পড়তেও ভালোবাসে৷ বইয়ের টানেই প্রতিবছর লক্ষ লক্ষ বাঙালি ভিড় করেন রাজ্যের নানান বইমেলাতে। তবে যে বইমেলাটির জন্য বাংলার প্রকাশক থেকে লেখক-লেখিকা সকলেই মুখিয়ে থাকেন তা হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা। 


প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগমে কলকাতা হয়ে ওঠে বইক্ষেত্র। কলকাতা আন্তর্জাতিক বইমেলার গুরুত্বই আলাদা। বাংলার প্রকাশনা জগতের বিরাট একটা পুঁজি জড়িয়ে আছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার সাথে। গত এক বছর বাঙালি সমাজ মুখ দেখতে পায়নি কলকাতা আন্তর্জাতিক বইমেলার। চলতি বছরের জানুয়ারিতে কলকাতা আন্তর্জাতিক বইমেলা হওয়ার কথা ছিল। তারপর থেকে শুধু দিনক্ষণ পিছিয়ে যেতে থাকে। ২০২১ সালে কোনোমতেই সম্ভব হলো না বইমেলা। অবশেষে ২০২২ সালে হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। 

বইপ্রেমীদের জন্য এবার সুখবর, ঘোষণা হলো ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার তারিখ। আগামী ৩১ শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আজ ৮ ই নভেম্বর রাজ্যের প্রশাসনের তরফে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।  তবে বইমেলাটি ঠিক কতদিন চলবে সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি রাজ্য।যদিও জল্পনা ঘনিয়ে উঠছে, ১২ দিন থেকে কমিয়ে ৮ দিন করা হয়েছে বইমেলার সময়সীমা। 

বইমেলা কতদিন চলবে, সেটা এখনও স্পষ্ট নয়। এ বিষয়টি আপাতত আলোচনার স্তরে আছে। বৈঠকের পর আগামী ১২ ই নভেম্বর এক সাংবাদিক সম্মেলনে গিল্ডের পক্ষ থেকে সেটা জানানো হবে। এর পাশাপাশি মহামারী পরিস্থিতির কথাও মাথায় রেখে কয়েকটি ব্যবস্থা নেওয়া হবে৷ ২০২০ সালের মতো এবছরও কলকাতার সেন্ট্রাল পার্কেই আয়োজিত হবে কলকাতা বইমেলা। যার থিম কান্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশকে। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা

 

No comments