Header Ads

শিশু-কিশোরদের বইমুখী করে তুলতে গোসাবায় চালু হলো গ্রন্থাগার


স্মার্টফোনের যুগে বাংলার লাইব্রেরি চর্চা যেন দিন দিন কমছে। এর একটা বড় কারণ হলো মোবাইলের প্রতি ছোটো ছোটো ছেলেমেয়েদের আশক্তি। মোবাইলে ভিডিও গেমের নেশায় বুঁদ হয়ে থাকতে দেখা যাচ্ছে তাদের। লাইব্রেরিতে বইপড়ার ব্যাপারটা তারা ভুলতে বসেছে। এই লাইব্রেরি চর্চাকে বাঁচানোর জন্য সচেতন বাঙালিকে নানান উদ্যোগ নিতে হবে, যেমনটা করে দেখালো শুধু সুন্দরবন চর্চা পত্রিকা এবং তেপান্তরের স্বপ্ন নামক একটি সংস্থা। 


মোবাইলের আশক্তি থেকে শিশু-কিশোরদের মুক্তি দিয়ে তাদের লাইব্রেরিতে বইমুখী করে তোলার জন্য ভারতীয় সুন্দরবনের গোসাবা ব্লকের বালি দ্বীপের বিজয়নগর গ্রামের সুন্দরবন বিবেকানন্দ ফার্মার্স ক্লাবে শুধু সুন্দরবন চর্চা পত্রিকা এবং তেপান্তরের স্বপ্নের উদ্যোগে তৈরি হলো গ্রন্থাগার। সুন্দরবনের পড়ুয়াদের জন্য উন্মুক্ত করা হয়েছে এই গ্রন্থাগারটি। প্রাথমিকভাবে একটি আলমারি ও শিশু-কিশোরদের উপযোগী প্রায় চল্লিশ হাজার টাকা মূল্যের বিভিন্ন বই দেওয়া হয়েছে গ্রন্থাগারে। 

গত ১৯ নভেম্বর, শুক্রবার সকাল এগারোটায় শুধু সুন্দরবন চর্চা পত্রিকা এবং তেপান্তরের স্বপ্ন সংস্থার যৌথ উদ্যোগে গোসাবা ব্লকের বালি দ্বীপের বিজয়নগর গ্রামের সুন্দরবন বিবেকানন্দ ফার্মার্স ক্লাবে শিশু-কিশোরদের জন্য 'শুধু সুন্দরবন চর্চা লাইব্রেরি'র একটি শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন প্রধান মুখ্য বনপাল ড. অতনু রাহা, সুন্দরবন টাইগার রিজার্ভ-এর ফিল্ড ডিরেক্টর শ্রী তাপস দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.বরেন্দু মণ্ডল এবং বিজয়নগর আদর্শ বিদ্যামন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সুকুমার পয়রা৷

লাইব্রেরি উদ্বোধন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও৷ যেখানে স্থানীয় অঙ্কুর এবং উন্মেষ গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা বসে আঁকো, নাচ-গান ও আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে৷ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রয়াতা অধ্যাপিকা ড. শ্রীলেখা রাহার স্মরণে স্থানীয় মহিলাদের সংগঠন 'বিজয়নগর দিশা'র সদস্যাদের হাতে পাঁচটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়৷ 'আরো আকাশ' সংস্থার সৌজন্যে দিশার সদস্যাদের হাতে পৌঁছে দেওয়া হয় একটি করে নতুন বস্ত্র৷ 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments