মনোবিজ্ঞানে বিশ্বসেরার খেতাব অর্জন করলেন এক বঙ্গসন্তান
মানসিক অবসাদে ভোগা মানুষের সংখ্যা আমাদের দেশে দিন দিন বাড়ছে। এই মানসিক অবসাদ থেকেই তৈরি হয় মানসিক রোগ বা মনোরোগ। যার জন্য প্রয়োজন হয় মনোবিজ্ঞানী, চিকিৎসক বা বিশেষজ্ঞদের পরামর্শ। অতএব মনোবিজ্ঞান বা সাইকোলজি বর্তমানে সারা পৃথিবীর মনুষ্য সমাজের কাছে এক গুরুত্বপূর্ণ বিষয়।
আর এই মনোবিজ্ঞানেই বিশ্বজয় করলেন বাঙালি মনোরোগ বিশেষজ্ঞ ডঃ বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তাঁকে ওয়ার্ল্ড সাইক্রিয়াটিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে 'বিশ্ব মনোরোগ বিশেষজ্ঞ ফেলোশিপ পুরস্কার ২০২১'-এ ভূষিত করা হয়েছে। এটি মনোবিজ্ঞানের সর্বোচ্চ পুরস্কার। গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে উজ্জ্বল অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। চিকিৎসক মহলের মতে, এই পুরস্কার মনোবিজ্ঞানে নোবেল পুরস্কারের সমতুল্য।
ডঃ বৈদ্যনাথ ঘোষ দস্তিদার বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কনিষ্ঠ পুত্র। ছেলের এই খ্যাতির জন্য মা তথা সাংসদ হিসেবে তিনি গর্ববোধ করছেন। এই নিয়ে ডঃ বৈদ্যনাথ ঘোষ দস্তিদার দ্বিতীয়বার কোনো আন্তর্জাতিক পুরস্কার অর্জন করলেন। এর আগে ২০১৭ সালে সার্ক কংগ্রেসে শ্রেষ্ঠ মৌখিক উপস্থাপনার জন্য 'তরুণ মনোরোগ বিশেষজ্ঞ পুরস্কার'-এ ভূষিত হন৷ সবচেয়ে বড়ো বিষয় হলো তিনি পশ্চিমবঙ্গ থেকে এই পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তি।
ডঃ বৈদ্যনাথ ঘোষ দস্তিদার এই পুরস্কার পাওয়ার পর টুইটারে ধন্যবাদ প্রদান করেছেন পুরস্কার প্রদানকারী সংস্থাকে এবং একজন বাঙালি তথা ভারতীয় হিসেবে এই পুরস্কার পেয়ে তিনি গর্বিত বলেও জানিয়েছেন। তাঁর জন্য বিশ্বের দরবারে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। একজন বাঙালি সন্তান হিসেবে তাঁর এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment