বিশ্বের উৎকৃষ্ট বিজ্ঞানী-গবেষকদের তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২ অধ্যাপক
জগৎসভায় আবারো একবার জ্বলজ্বল করে উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার গর্ব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নাম। জঙ্গলমহল এলাকায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠত্বের বিচারে আরো একবার টক্কর দিল দেশ-বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলিকে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২ জন অধ্যাপক স্থান পেলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায়!
ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি প্রকাশিত হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকা৷ বিশ্বের বিভিন্ন বিভাগের মোট গবেষকদের মাত্র ২ শতাংশ স্থান পেয়েছেন এই তালিকায়। সেই তালিকায় এখন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নাম। এই বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক-গবেষক স্থান পেয়েছেন উল্লিখিত তালিকায়৷ এই তালিকা অনুযায়ী ভারতের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয় হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। তালিকায় স্থান পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ২৯ জন বিজ্ঞানী বা গবেষক।
সদ্য প্রকাশিত তালিকায় স্থান পেয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. মধুমঙ্গল পাল এবং ড. শংকর কুমার রায়। জঙ্গলমহলের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২ জনের স্থান পাওয়াটাকে যথেষ্ট গর্বের বলে মনে করছেন শিক্ষাজগতের সংশ্লিষ্ট সকলেই। এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-বিজ্ঞানীরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ গবেষক-বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় গর্বিত অনুভব করছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা থেকে শুরু করে আধিকারিক বৃন্দ ও উপাচার্য। জেলার শিক্ষামহল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment