Header Ads

নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি কমিক্স চরিত্র নন্টে-ফন্টে এবার বড় পর্দায়


নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি  কমিক্স 'নন্টে-ফন্টে'। আট থেকে আশি সবার অন্যতম প্রিয় কমিক্স চরিত্র 'নন্টে-ফন্টে'। ২০২০ সালে পঞ্চাশ বছর অতিক্রম করে ফেলেছে এই কমিক্স চরিত্রটি। টেলিভিশনে নন্টে-ফন্টে নিয়ে নানান অ্যানিমেশন সিরিজ তৈরি হয়েছে। ইউটিউবেও সেই সিরিজগুলো দেখা যায়। ১৯৬৯ সালে 'কিশোর ভারতী' পত্রিকায় প্রথম আত্মপ্রকাশ করেছিল নন্টে-ফন্টে। প্রাণখু্লে হাসার জন্য নন্টে-ফন্টের মতো কমিক্স চরিত্রগুলি অতুলনীয়। 


নন্টে-ফন্টে নিয়ে অ্যানিমেশন সিরিজ তৈরি হলেও প্রয়োজন  ছিল নন্টে-ফন্টে নিয়ে চলচ্চিত্রের। সেই প্রয়োজন মেটালেন অনির্বাণ চক্রবর্তী। তাঁর হাত ধরেই ছোটোবেলার নস্ট্যালজিয়া এবার রূপোলী পর্দায়। নন্টে-ফন্টের গল্পগুলির যা দৈর্ঘ্য তাতে একটি বা দুটি গল্প থেকে চলচ্চিত্র বানানো সম্ভব নয়৷ গল্পগুলো ছোটো ছোটো হওয়ার জন্য তিনি মোট তিরিশটি গল্পকে এক সুতোয় বেঁধে তৈরি করেছেন ছবিটি। 

২০২০ সালে যেমন নন্টে-ফন্টে পঞ্চাশ পেরিয়েছে তেমনই চলতি বছরে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন নারায়ণ দেবনাথ। এমনই একটি রঙিন সময়ে নন্টে-ফন্টের চলচ্চিত্রে যাত্রা সত্যিই এক অনবদ্য মুহূর্ত। পরিচালকের কাছে নন্টে-ফন্টেকে নিয়ে ছবি বানানো বেশ চ্যালেঞ্জিং ছিল। তিনি জানাচ্ছেন, এই প্রজন্মকে বাংলা সাহিত্যের স্বাদ দিতেই তাঁর এই প্রচেষ্টা। 

ছবিতে অভিনয় করেছেন পরান বন্দ্যোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায়। নন্টে ও ফন্টের চরিত্রে দেখা যাচ্ছে সোহম রায়চৌধুরী এবং সোহম বসুকে। করোনার জন্য  কোনো সিনেমাহল কিংবা মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে না ছবিটি। সরাসরি ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে ছবিটি। জনপ্রিয় অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments