Header Ads

কলকাতায় অভিনেতা দেবের নামে চায়ের ঠেক বানালেন এক ব্যক্তি


কেশপুরের সেই ছেলেটি সেদিনও জানতো না একদিন সে সুপারস্টার হবে। গ্রাম থেকে কলকাতায় এসে অভিনয় করে সুপারস্টার হওয়া তো আর সহজ কাজ নয়। যদিও কথাই আছে দুনিয়াতে অসম্ভব বলে কিছু নেই, তাই সে পেরেছে। নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন আমি কার কথা বলছি। লম্বা-চওড়া পেশিবহুল শরীরের এক যুবক জীবনের প্রথম ছবিতে মুখ থুবড়ে পড়ে গেলেন। লোকে ভাবতে লাগলো একে দিয়ে কিচ্ছু হবে না৷ তবুও সে হাল ছাড়লো না, হাতে এলো নতুন ছবি৷ এবার একের পর এক ছবি শুধুই ব্লকবাস্টার হতে থাকে। তখনও দর্শকদের বিস্তর অভিযোগ ছেলেটা তোতলা, ভালো করে বাংলা বলতে পারে না। এহেন অভিযোগ তাঁকে ভাবাতে বাধ্য করে। তারপর ইমেজ ভাঙার খেলায় নেমে পড়লেন তিনি। নিত্যনতুন ভাবনার ছবিতে নাম লেখালেন। এরপর একের পর এক নতুন রেকর্ড বানিয়ে তিনি হয়ে উঠলেন টলিউডের অত্যন্ত সফল ও পরিণত অভিনেতা। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় অভিনেতা দেব।  


বাংলার ব্যবসা সফল ছবিতে অভিনয় করা সুপারস্টারদের কথা উঠলে একটা নামই সবার প্রথমে ভেসে ওঠে তা হলো দেব। সম্প্রতি তার অভিনীত ছবি 'গোলন্দাজ' বাংলা ছবির জগতে নতুন ইতিহাস তৈরি করছে৷ তিনি অভিনেতার পাশাপাশি এখন প্রযোজক হিসেবেও বেশ সফল। তাঁর অনুরাগী ছড়িয়ে আছে দুই বাংলার প্রায় সর্বত্রই। 

অভিনেতা দেবের জীবনে সফলতার যেন শেষ নেই। চলচ্চিত্রের জগত থেকে প্রযোজনা, রাজনৈতিক ময়দান সবেতেই তিনি সফল। তাঁর ছবির বিখ্যাত সেই ডায়ালগ "দেব মাঠে নামে জেতার জন্য"...বাস্তবের মাটিতেও মিলে যাচ্ছে এই ডায়ালগ। কলকাতার বুকে তাঁর নামে এবার খুলে গেল একটা আস্ত চায়ের স্টল। তাঁর এক অনুরাগী অর্ণব গুহ খুলে ফেললেন 'দেব অ্যান্ড টি' শপ নামের একটি চায়ের দোকান।   যে দোকানের বাইরের ব্যানারেই বড়ো অক্ষরে জ্বলজ্বল করছে কী কী চা পাওয়া যাবে সেখানে। আর সাথে ব্যানার জুড়ে টলিউড সুপারস্টার দেবের ছবি। 

চায়ের সঙ্গে এমনিতেই জড়িয়ে আছে বাঙালিয়ানা। রাজনীতি, সিনেমা থেকে পড়াশোনা সমস্ত বিষয়ে বাঙালিরা আড্ডা দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় চায়ের ঠেক বসিয়ে দেয়। প্রজাপতি বিস্কুটের সাথে এক কাপ চায়ের চুমুকে আড্ডা বাঙালির কাছে আভিজাত্যের থেকেও কম কিছু নয়৷ বাঙালির চায়ের দোকানের সঙ্গে জড়িত থাকে রাজনীতি ও চলচ্চিত্র সবই৷ তাই রাজনীতি ও চলচ্চিত্রের মেলবন্ধনকে অটুট করার জন্য দেবের নামে চায়ের স্টল সত্যিই যথাযথ। 

অর্ণব গুহ পেশায় একজন ফটোগ্রাফার। তিনি অভিশিক্তা মোড়ের কাছে তাঁর চায়ের দোকানটি খুলেছেন। প্রিয় অভিনেতা দেবের ছবিতে সাজানো তাঁর এই ছোট্ট চায়ের ঠেক ইতিমধ্যেই বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।  কেশর থেকে এলাচ, তন্দুরি থেকে মালাই প্রায় সমস্ত রকমের চা পাওয়া যাচ্ছে এখানে। দেবের অনুরাগীদের জন্য এ এক সুখবর। অভিনেতা দেবের চোখে এই চায়ের দোকানটি পড়ার পর তিনি এতোটাই খুশি হবেন যে এটাকে তাঁর জীবনের সার্থকতা হিসেবে তিনি ব্যক্ত করবেন৷ আর দর্শকের মাথায় শুধু একটা কথাই বারংনার ঘুরপাক খাবে তা হলো "দেব মাঠে নামে জেতার জন্য"। 

প্রতিবেদন- সুমিত দে


No comments