Header Ads

বাঙালি সংস্কৃতির প্রতি আলাদা টান ছিল তাঁর, প্রয়াত কন্নড় স্টার পুনীত রাজকুমার


আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। কদিন আগেই যে মানুষটি দাপটের সঙ্গে ব্যাঙ্গালোরে বক্স অফিস কাঁপাচ্ছিলেন তিনি আজ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেলেন। সাউথের সকল ভাষার কাছে তিনি পাওয়ার স্টার নামে পরিচিত ছিলেন। কেউ কেউ তাঁকে আপ্পু বলেও ডাকতেন। তিনি কন্নড়ভাষীদের প্রিয় অভিনেতা পুনীত রাজকুমার। যেমন অভিনয়, তেমন নাচ ও তেমন স্টাইল সবেতেই তিনি বেশ দক্ষ ছিলেন। 


অভিনয় করেছেন আপ্পু, আভি, বীরা কান্নাডিগা, মৌর্য, আকাশ, আরাসু, মিলনা, ভাজারাঙ্গি, বিন্দাস, বংশী, পৃথ্বী, রাজ- দ্য শোম্যান জ্যাকি, পরমাত্মা, হুডুগারু ও আন্না বন্ডের মতো অসংখ্য কান্নাডা ছবিতে তিনি অভিনয় করেছেন। এমনকি তামিল ও তেলুগু ছবিতেও অভিনয় করেছেন তিনি৷ 

পুনীত রাজকুমার কন্নড় হলেও বাঙালি সংস্কৃতির প্রতি  তাঁর অগাধ টান ছিল৷ আজকে বাঙালিরা যখন নিজেদের কালচার থেকে দূরে  সরে যাচ্ছে অথচ পুনীত রাজকুমারের মতো সাউথের একজন বড়ো সুপারস্টার বাঙালি সংস্কৃতিকে আপন করার চেষ্টা চালাতে থাকেন। বাঙালির কালচারের যে দারুণ বিশেষত্ব আছে তা তিনি বুঝতেন। 

বহুদিন থেকেই তাঁর স্বপ্ন ছিল বাঙালি যে সাজে বিয়ে করতে যায় সেই সাজে কলকাতার বনেদী বাড়িতে ফটোশুট করা। কদিন আগেই সেই স্বপ্ন তাঁর সত্যি হয়। কলকাতার এক বনেদী বাড়িতে ধূতি-পাঞ্জাবী ও টোপর পরে ফটোশুট করেন। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি প্রচণ্ড ভাবে ভাইরালও হয়। বহু বাঙালি প্রশংসাও করেন তাঁর সেই ফটোশুটের। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বাঙালিরাও৷ 

বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে হয়তো আরো অনেক কিছুই করতেন কিন্তু তা আর হলো না৷ বিদায় নিলেন পুনীত রাজকুমার। তাঁর সকল অনুরাগীদের কাঁদিয়ে চিরঘুমে চলে গেলেন তিনি৷ 

প্রতিবেদন- সুমিত দে


No comments