'ছবিওয়ালা'র আয়োজনে কোজাগরী পূর্ণিমার আলোয় একদল শিল্পী মাতলেন রঙের খেলায়
অতিমারীর আবহে এমনিতেই এবারের শারদোৎসব ছিল ফিকে। পুজো শেষের পর উৎসবের আমেজ যেন নিভে এসেছিল আরো খানিকটা। এমন সময় কোজাগরী পূর্ণিমার আলোয় একদল শিল্পী মেতে উঠলেন রঙের খেলায়। 'ছবিওয়ালা' দলের উদ্যোগে আয়োজিত হলো তাদের তৃতীয় ভার্চুয়াল চিত্র প্রদর্শনী। ২০শে অক্টোবর, লক্ষ্মীপুজোর সন্ধ্যেতেই দর্শকদের জন্য উন্মুক্ত হয় এই প্রদর্শনী। এবারের বিষয় ভাবনা ছিল "কোজাগরী"।
মোট ২৭ জন শিল্পীর আঁকা প্রদর্শিত হলো এবারের প্রদর্শনীতে। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলা, এমনকি সুদূর জার্মানীর শিল্পীরাও সামিল হয়েছেন এই সমারোহে। ছবির মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে ট্র্যাডিশনাল তেলরং, জলরং, ইঙ্ক, অ্যাক্রেলিকের পাশাপাশি হালের ডিজিটাল মাধ্যমও। বিষয় ভাবনার বৈচিত্র্যও নজর কেড়েছে দর্শকদের। শিল্পী তৌসিফ হক, সৌরভ মিত্রর তুলিতে বিভিন্ন রূপে ধরা দিয়েছে পেঁচা। শিল্পী রৌদ্র মিত্র, চিন্ময় মুখোপাধ্যায়, গোপাল নস্কর প্রমুখরা লক্ষ্মী প্রতিমাকেই এঁকেছেন তাদের সাবলীল শৈলীতে। আবার ঐতিহ্যবাহী মাটির সরাকে রাঙিয়ে তুলেছেন শিল্পী সুধীরঞ্জন, অর্ক দাস, অনুপম মণ্ডলরা। প্রশংসার দাবী রাখে শিল্পী বিপ্লব ধরের কোজাগরীর চাঁদ কিংবা সমর মজুমদারের আঁকা গ্রামীণ ব্রতকথার সন্ধ্যেও।
'ছবিওয়ালা'-র পক্ষ থেকে কর্ণধার এবং শিল্পী সৌরভ মিত্র জানিয়েছেন, "ভবিষ্যতে আরও এরকম ভার্চুয়াল প্রদর্শনী তো থাকছেই। খুব শীঘ্রই গ্যালারিতেও ফিরতে চলেছে ছবিওয়ালা।"
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment