Header Ads

বিশ্বের সেরা একশো বিজ্ঞানীর তালিকায় স্থান পেলেন বঙ্গসন্তান অমিত কুমার মণ্ডল


বাঙালির মেধা নিয়ে প্রশ্ন বারংবার ওঠে। তবে সেইসব প্রশ্নের জবাব দিতেও প্রস্তুত থাকেন অনেক বাঙালিই। ঠিক এমনটাই করে দেখালেন রায়গঞ্জের সেরিকালচার বিভাগের তরুণ অধ্যাপক ডঃ অমিত কুমার মণ্ডল। সম্প্রতি লন্ডনের ঐতিহ্যশালী রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির নির্বাচনে বিশ্বের মধ্যে সেরা একশো বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি৷ 


রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের অধ্যাপক ডঃ অমিত কুমার মণ্ডল সেন্টার ফর ন্যানোটেকনোলজি সায়েন্সের অধিকর্তা। তিনি গবেষণা করছেন ন্যানোটেকনোলজি, অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইড, বায়োসেন্সর ও বায়োম্যাটেরিয়াল নিয়ে। এখনও পর্যন্ত তাঁর রিসার্চ পেপারের সংখ্যা মোট ৫০ টি। দেশ-বিদেশের নামকরা সব আন্তর্জাতিক জার্নালে তাঁর রিসার্চ পেপারগুলি প্রকাশিত হয়েছে৷ শুধু তাই নয়, সাত-সাতটি বইয়ের অধ্যায় লিখেছেন তিনি। এছাড়াও তাঁর নিজের নামে তিনটি পেটেন্টও রয়েছে। সদ্য রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির তরফে তিনি এমআরএসসি সম্মানে ভূষিত হয়েছেন।  

রয়্যাল সোসাইটির তত্ত্বাবধানে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক জার্নালগুলির মধ্যে অন্যতম জার্নাল 'আরএসসি অ্যাডভান্সে' প্রকাশিত হয়েছে তাঁর গবেষণাপত্র। যা ২০২০ সালে প্রকাশিত সেরা গবেষণাপত্রের তালিকায় প্রথম একশোতে জায়গা করে নিয়েছে। ২০২০ সালে সাইটেশন অ্যানালাইসিসের উপর ভিত্তি করে দেখা গিয়েছে, সারা বছর বিশ্বব্যাপী গবেষকরা নিজেদের গবেষণাপত্রে শতাধিকবারেরও বেশি তাঁর তথ্য পরিগ্রহণ করেছেন।  

ডঃ অমিত কুমার মণ্ডল বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা করে পেটেন্ট অর্জন করেছেন। তাঁর গবেষণার জন্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ফান্ডও আসছে। ইতিমধ্যেই তাঁর হাত ধরে বিশ্ববিদ্যালয়ে একটি নতুন মেশিন সেরিকালচার ডিপার্টমেন্টে এসেছে। তিনি সাইটেশন অ্যানালাইসিসের জন্যই বিশ্বের সেরা একশোজন বিজ্ঞানীদের মধ্যে স্থান পেলেন৷ তিনি সমগ্র বাংলা ও বাঙালির গর্ব৷  

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments