Header Ads

অক্সিজেন ছাড়াই পৃথিবীর সপ্তম উচ্চ শৃঙ্গ ধৌলাগিরিতে পা রাখলেন বঙ্গতনয়া পিয়ালি বসাক


পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ হলো ধৌলাগিরি। সমুদ্রপৃষ্ট থেকে এই পর্বতের উচ্চতা ৮,১৬৭ মিটার। শ্বেত শুভ্র বরফে ঢাকা এই পর্বতে আরোহণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বহু এক্সপ্লোরার। এই পর্বতে পদে পদে রয়েছে মৃত্যুর হাতছানি। এই পর্বতের চূড়ায় পৌঁছানো কঠিন থেকে কঠিনতর। ১৯৬০ সালে একদল ইউরোপীয় এক্সপ্লোরার প্রথম ধৌলাগিরির শীর্ষে আরোহণ করেছিল। ধৌলাগিরি শৃঙ্গে প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে পা রাখলেন পিয়ালি বসাক। 


অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ধৌলাগিরিতে পা রেখে বিশ্বরেকর্ড করলেন পিয়ালি বসাক। অক্সিজেন সিলিন্ডার ছাড়া ৮০০০ মিটার উচ্চ পর্বতশৃঙ্গে আরোহণ করা কল্পনার বাইরে। এর আগে বাংলার কয়েকজন এক্সপ্লোরার এখানে ভ্রমণ করতে গিয়ে তুষারের বিছানায় মৃত্যুমুখে পতিত হন৷ কিন্তু চন্দননগরের বাসিন্দা পিয়ালি বসাক অসম্ভবকে সম্ভব করে ধৌলাগিরির চূড়ায় পৌঁছালেন অক্সিজেন সিলিন্ডার ছাড়াই। 

ধৌলাগিরি নিয়ে মোট সাত সাতটি বিশ্বরেকর্ড করলেন পিয়ালি বসাক। এর আগে ২০১৮ সালে তিনি মানাসলু শৃঙ্গে পা রেখে ইতিহাস গড়েছিলেন। মানাসলু বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ। সেখানে পা রাখার পর তিনি লক্ষ্য নিয়েছিলেন ধৌলাগিরি শৃঙ্গে পা রাখার। অবশেষে স্বপ্ন সত্যি হলো তাঁর। পাহাড়-পর্বতে আরোহণ করার নেশা তাঁর প্রচণ্ড থাকলেও তিনি পেশায় একজন স্কুলশিক্ষিকা৷ চন্দনগরের কানাইলাল স্কুলে শিক্ষকতা করেন তিনি। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট থেকে দীর্ঘদিন ধরে পাহাড়-পর্বতে চড়ার জন্য প্রশিক্ষণ নেন তিনি। 

গত ৫ ই সেপ্টেম্বর চন্দননগর থেকে মিথিলা এক্সপ্রেসে রক্সৌল পৌঁছান তিনি। এরপর সেখান থেকে তিনি চলে যান নেপালে। ওখানে বাকি সদস্যদের সঙ্গে ধৌলাগিরি শৃঙ্গ এক্সপ্লোরে বেরিয়ে পড়েন। তিনি যে কোনো অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ধৌলাগিরি যাচ্ছেন একথা কেউই জানতেন না। ঘরের মেয়ের অনন্য নজির ও সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবারের সদস্যরা। তাঁর এই সাফল্যে সহকর্মী থেকে শুভাকাঙ্ক্ষীরা সকলেই খুশি। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments