Header Ads

শান্তিনিকেতনের ধাঁচে রায়গঞ্জে শুরু হয়েছে 'গাছতলায় পাঠশালা'


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের মুক্ত পরিবেশে ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য "গাছতলায় পাঠশালা" নির্মাণ করেন। যেখানে পড়াশোনাতে একরাশ শান্তি মেলে। খোলা ও উন্মুক্ত পরিবেশ পড়াশোনার জন্য সর্বোপরি উপযুক্ত জায়গা৷ সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের 'গাছতলায় পাঠশালা'র ধাঁচে রায়গঞ্জে মুক্ত পরিবেশে খুদেদের পঠন পাঠন শুরু করেছেন কয়েকজন প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা। রায়গঞ্জেরও এই পাঠশালার নাম রাখা হয়েছে 'গাছতলায় পাঠশালা'। 


প্রান্তিক পরিবারের ছেলেমেয়েদের যাদের পড়াশুনা করার মতো আর্থিক সামর্থ্য নেই তাদের নিয়েই এই গাছতলায় পাঠশালা বসেছে রায়গঞ্জের বিভিন্ন গ্রামগঞ্জের মাঠে, খোলা আকাশের নীচে বনস্পতির ছায়ায়। এখানে শিক্ষকবাবুরাই ছাত্র-ছাত্রীদের জন্য নিজেদের পকেট থেকে অর্থ ব্যয় করে কিনে আনছেন খাতা-কলম ও টিফিন৷ এরকম একটি সামাজিক পদক্ষেপের জন্য খুশী দিন আনি দিন খাই পরিবারের খুদে পড়ুয়ারা। 

দীর্ঘ দেড় বছরের অতিমারির জন্য স্কুল-কলেজ বন্ধ। বহুদিন ধরে স্কুল-কলেজ বন্ধ থাকার ফলে অজস্র পড়ুয়াদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। এই অতিমারিতে পড়াশোনায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে প্রাথমিক স্কুলের ছেলেমেয়েরা। অনলাইনে  পঠনপাঠন চললেও সকলের সেই সামর্থ্য নেই। অনলাইন ক্লাসের জন্য বহু ছাত্র-ছাত্রীদের হাজারো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। শ্রমজীবী পরিবারের পড়ুয়াদের মা-বাবারা সারাদিন কাজের জন্য বেরিয়ে পড়ায় তাদের পড়তে বসানোর মতো সময়টুকুও নেই।  

মূলত তাদের উদ্দেশ্যেই রায়গঞ্জ শহরের বেশকিছু প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই 'গাছতলায় পাঠশালা' কর্মসূচিকে বেছে নিয়েছেন৷ গ্রামের কোনো মাঠের গাছের তলায় সরকারি বিধিনিষেধ মেনেই তাদের বসিয়ে পাঠদান করছেন তাঁরা। গাছে ব্ল্যাকবোর্ড ঝুলিয়ে চক-ডাস্টার হাতে শ্রেণীকক্ষের মতোই পড়াচ্ছেন তাঁরা৷ খোলা আকাশের নীচে বনস্পতির ছায়ায় বসে মুক্ত পরিবেশে পাঠদান করে যেমন আনন্দ পাচ্ছেন পাঠাশালার গুরুমশাইয়েরা তেমনি প্রচণ্ড উৎসাহের সাথে মন দিয়ে পড়াশোনা শিখছে শিষ্যরা। পড়ার শেষে গুরুমশাইদের হাত থেকে উপহার পাওয়া। সব মিলিয়ে গাছতলায় পাঠশালার জন্য প্রত্যন্ত অঞ্চলের খুদেদের দিনকাল ভালোই কাটছে।  

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments