Header Ads

মানবিকতা কে প্রশ্রয় দিয়ে সমাজসেবী সংঘের এবারের পুজোয় নতুন প্রকল্প 'স্নেহ'


বালিগঞ্জ সংলগ্ন এলাকার 'সমাজসেবী সংঘ' এর এবারের পুজোয় তাদের নতুন প্রকল্প "স্নেহ"। করোনা র প্রকোপে অনেক শিশু আছে যারা তাদের বাবা মাকে হারিয়েছেন। মূলত তাদেরকেই শিক্ষা, পুষ্টি, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা এবং 'মা' এর প্রতি শ্রদ্ধা জানানো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই কমিটির সদস্যরা প্রাথমিকভাবে পাঁচটি শিশুকে সহায়তা করবেন এবং পরবর্তীকালে শুভাকাঙ্খীদের সহায়তার ওপর নির্ভর করে আরও পাঁচটি শিশুকে সহায়তা করবেন।


পুজো মানেই মানবতার সেবা। কমিটির সাধারণ সম্পাদক অরিজিৎ মৈত্র লিটারেসি প্যারাডাইসকে বলেছেন "আমাদের সদস্যরা এমন দশটি শিশুকে সাহায্য করবেন যারা করোনার দ্বিতীয় ঢেউ এর প্রভাবে বাবা মায়ের 'স্নেহ' থেকে বঞ্চিত হয়েছে। এই উদ্যোগের প্রশংসা করে বিধায়ক দেবাশীষ কুমার বলেন "দেবী দুর্গা আরো বেশি খুশি হবেন যদি সংস্থাগুলি এভাবেই গরীব এবং অভাবীদের কাছে পৌঁছে যায়।"
 
সমাজসেবী সংঘ সর্বদাই মানবিকতা কে প্রশ্রয় দিয়ে একটি মানদণ্ডকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এ বছর তারা পুজোর বাড়তি আড়ম্বর কে বাতিল করে অভিভাবকহীন শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, কারণ করোনা র প্রকোপ এ তারা তাদের সংঘের অনেক সদস্যকে হারিয়ে বুঝতে পেরেছেন অভিভাবকহীন এর যন্ত্রণা। 
  
এই সমাজসেবী সংঘ এর আগেও বহুবার সেটা করোনা কিংবা আম্ফান, বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যা তাদের সংঘের নামের অর্থকে সঠিকভাবে চরিতার্থ করে।

প্রতিবেদন- পৌলমী হালদার


No comments