কলকাতা হাইকোর্টের রায়, বহিস্কৃত পড়ুয়ারা পুনরায় যোগদান করবে বিশ্বভারতীতে
কলকাতা হাইকোর্টের অভূতপূর্ব রায়। হাইকোর্টে ধাক্কা খেলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ তিনি যে তিনজন পড়ুয়াকে বহিস্কার করেছিলেন সেই বহিস্কৃত পড়ুয়ারা পুনরায় যোগদান করবেন বিশ্ববিদ্যালয়ে। কলকাতা হাইকোর্টের রায়ের ভিত্তিতে বড় জয় পেলেন এই তিন পড়ুয়া। উপাচার্যের হেন আচরণের শিক্ষা দিলো আদালত। কলকাতা হাইকোর্টের রায়ে খুশী বৃহত্তর বাঙালি সমাজ৷
যে তিন পড়ুয়াকে বহিস্কার করা হয়েছিল তাঁরা হলেন রূপা চক্রবর্তী, ফাল্গুনী পান এবং সোমনাথ সৌ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রায়ই বিতর্কের মুখে পড়ছে। বিশ্বভারতীর উপাচার্য প্রতিষ্ঠান বিরোধী নানান কাজকর্ম করার জন্য এই তিনজন পড়ুয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়। অর্থনীতি বিভাগে বিশৃঙ্খলার তৈরির অভিযোগে তিন পড়ুয়াকে তিন মাসের জন্য সাসপেন্ড করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে সময়সীমা বাড়িয়ে তাঁদের নোটিশ দিয়ে তিন বছরের জন্য বরখাস্ত করা হয়।
বিশ্বভারতীর অন্যান্য পড়ুয়াদের মতে, "বিশ্ববিদ্যালয়ের নানান বিতর্কের বিরুদ্ধে মুখ খুললেই এভাবে তাদের শাস্তি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে মাননীয় উপাচার্য দায়িত্ব নিয়ে নষ্ট করছেন। তিনি তো কয়েক মাস আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন। আজকাল বিশ্বভারতীতে পড়াশোনাও খুব একটা ভালো হচ্ছে না এনাদের জন্যই। দিন দিন বিশ্বভারতীকে নিয়ে বহু বিতর্ক দানা বাঁধছে। এভাবে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না।"
বাঙালি জাতীয়বাদী দল বাংলা পক্ষ এবং কয়েকটি রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের গণ-আন্দোলনের চাপে কলকাতা হাইকোর্ট একপ্রকার বাধ্য হয়েই তাঁদের পুনরায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার রায় প্রদান করেছে। এই জয়কে অনেকে ঐতিহাসিক জয় হিসেবেই ব্যাখ্যা করেছেন।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment