Header Ads

ওয়েব সিরিজে প্রথমবার কিরণ দত্ত, প্রকাশ্যে এলো 'টাইম আপ'-এর টিজার


রেস্ট ইন প্রেমের সাফল্যের পর নতুন ইনডিপেনডেন্ট ওয়েব সিরিজ নিয়ে হাজির পরিচালক অরিজিৎ সরকার৷ কনফিউজড পিকচারের ব্যানারে আসছে এই ওয়েব সিরিজ। কনফিউজড পিকচার মানেই দর্শকদের নতুন কিছু পাওনা৷ 'টুম্পা' থেকে 'কলির হোলি'র মতো গান ও 'সানগ্লাসে'র মতো শর্টফিল্মে প্রায়ই দর্শকদের মাতিয়ে রেখেছে তারা। নতুন এই ওয়েব সিরিজের নাম 'টাইম আপ'। প্রকাশ্যে এলো 'টাইম আপ'-এর টিজার৷ 


'টাইম আপ' ওয়েব সিরিজে থাকছে চমকের পর চমক৷ এই ওয়েব সিরিজের মাধ্যমে প্রথমবার অভিনয় জগতে প্রবেশ করতে চলেছেন কিরণ দত্ত ওরফে বং গাই। ছবিতে অভিনেতা সায়ন ঘোষ ও কিরণ দত্তকে প্রথমবার একই ফ্রেমে দেখা যাচ্ছে। কখনো হ্যাপি টু ডিসটার্ব ও কখনো বং গাই-এর কমেডি ভিডিওতে এতোদিন মজেছে আপামর বাঙালি। সেই হ্যাপি টু ডিসটার্বের আরজে সায়ন মানে সায়ন ঘোষ ও বং গাই-এর কিরণ দত্ত দুজনকে একই ফ্রেমে দেখার জন্য মুখিয়ে আছেন প্রায় সকলেই। কিরণ দত্ত, সায়ন ঘোষের সাথে দেখা যাচ্ছে অভিনেতা অমিত সাহাকেও। এই ওয়েব সিরিজটির সঙ্গীত পরিচালনা করেছেন আরব দে চৌধুরী৷ সঙ্গীত পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন৷ 

'টাইম আপ' ওয়েব সিরিজের গল্প আসলে সময় নিয়ে খেলা। টিজার দেখে বোঝাই যাচ্ছে গল্পটি বেশ টানটান হতে চলেছে। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকদের বসিয়ে রাখবে। রহস্য, কমেডি ও রোমাঞ্চের মোড়কে সম্পূর্ণ নব্য ঘরানার গল্প বলবে এই ওয়েব সিরিজ। বাংলাতে এই ধরনের ওয়েব সিরিজ প্রথমবার হচ্ছে। শুধু বাংলা কেন, ভারতেও প্রথমবার। 

টিজারটি কেবল একবার দেখার পরই মনে হবে "আজই দেখে ফেলি ওয়েব সিরিজটি।" কিন্তু নতুন কিছু দেখতে হলে একটু অপেক্ষা তো করতেই হবে। 'টাইম আপ' নিয়ে ইতিমধ্যেই বেশ সাড়া জাগাচ্ছেন দর্শকরা৷ এই ওয়েব সিরিজটি খুব শীঘ্রই মুক্তি পাবে কনফিউজড পিকচারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে৷ টাকা খরচ করে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে হচ্ছে না এই ওয়েব সিরিজটি। 

'টাইম আপ' সিরিজটি অবশ্যই দূর্দান্ত কিছু হতে চলেছে কারণ কনফিউজড পিকচারের কাজ কখনো লোকেদের হতাশ করে না। ওয়েব সিরিজটি কেমন হবে তা বলার জন্য একটি নামই শুধু যথেষ্ট-- 'কনফিউজড পিকচার'। এই সবে 'টাইম আপে'র টিজার হলো৷ এবার ট্রেলার ও গান মুক্তির পালা৷ এখনো 'টাইম আপ' সম্পর্কে কত জানা-অজানা কথাও শুনতে বাকি আছে, সেটাও জানা যাবে একটু একটু করে।  

প্রতিবেদন- সুমিত দে

 

No comments