Header Ads

২৮ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে রাজ্যে সাফল্যের শীর্ষে হাওড়া জেলা


২০২০-২১ সালে অনুষ্ঠিত ২৮ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের রাজ্য স্তরের প্রতিযোগিতায় শীর্ষ স্থান লাভ করল হাওড়া জেলা। জুনিয়র বিভাগে প্রথম স্থান লাভ করেছে পঞ্চম শ্রেণির ছাত্রী স্বপ্নজা গিরি এবং সিনিয়র বিভাগে প্রথম স্থান লাভ করেছে একাদশ শ্রেণির ছাত্র অদ্রি চৌধুরী। এরা দুজনেই হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয় এর পক্ষ থেকে তাদের প্রকল্প সম্পন্ন করেছিল। স্বপ্নজার প্রকল্পের বিষয় ছিল কচুরিপানার শুকনো বৃন্ত থেকে ব্যবহার উপযোগী দড়ি ও নানা গৃহসজ্জার সামগ্রী প্রস্তুত করা এবং স্বপ্নজার গাইড টিচার ছিলেন বিজ্ঞান শিক্ষিকা শ্রীমতি রাখী জানা। অন্যদিকে অদ্রির প্রকল্পের বিষয় ছিল সাধারণ মানুষের মধ্যে আর্থিং এবং বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ক ধারণা এবং অদ্রির গাইড টিচার ছিলেন বিজ্ঞান শিক্ষক শ্রী সৈকত দত্ত। 

ছবিতে স্বপ্নজা গিরি এবং অদ্রি চৌধুরী

হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয়ের কর্ণধার এবং জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের হাওড়া জেলার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর শ্রী প্রদীপ দাস মহাশয় লিটারেসি প্যারাডাইসকে জানান "হাওড়া জেলার জন্য এবং হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয় এর জন্য এটি খুবই গর্বের খবর। আমরা আনন্দিত ও আপ্লুত। স্বপ্নজা এবং অদ্রি দীর্ঘদিন ধরে বিজ্ঞান চেতনার সঙ্গে বাৎসরিক নেচার স্টাডি ক্যাম্প ও অন্যান্য কাজকর্মের মাধ্যমে যুক্ত।"

তিনি আরো জানান "করোনা আবহে ২০২০ সালের ২৮ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত করা সম্ভব না হলেও রাজ্য স্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং নিয়মমাফিক ৩০ জন শিশু বিজ্ঞানীর নাম ঘোষণার দায়িত্ব সম্পন্ন করেছিল রাজ্য সংগঠক সংস্থা। কিন্তু শেষ পর্যন্ত জাতীয় স্তরের সম্মেলন অনুষ্ঠিত না হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় এই শিশু বিজ্ঞানীদের রাজ্য স্তরেই সংবর্ধনা দেওয়া হবে। এই উদ্দেশ্যে তালিকাভুক্ত ৩০ জন  সহ নোট ৫১ জন শিশুবিজ্ঞানীকে গত ৫ই সেপ্টেম্বর ২০২১ তারিখে একটি বুদ্ধিদীপ্ত প্রতিযোগিতার মাধ্যমে সংবর্ধিত করার সিদ্ধান্ত নেয় রাজ্য সংগঠক সংস্থা সায়েন্স কম্যুনিকেটর্স ফোরাম। ঠিক হয় তিনজন সফল প্রাক্তন শিশু বিজ্ঞানী প্রবহন চক্রবর্তী রাজীব মুখার্জি এবং অন্বেষা ভট্টাচার্য, যারা বর্তমানে নিজ নিজ ক্ষেত্রে সফল ভাবে গবেষণা বা কর্মরত, তারা তাদের গবেষণার বিষয়, বিজ্ঞানের প্রতি তাদের আকর্ষণ ইত্যাদি নিয়ে বক্তব্য রাখবেন। তারপর তাদের বক্তব্য শুনে ওই ৫১ জন শিশু বিজ্ঞানী তাদের প্রত্যেককে দুটি করে প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের গুণগতমান, প্রশ্ন করার মুন্সিয়ানা এবং শিশু বিজ্ঞানীদের পূর্বের প্রজেক্ট  প্রেজেন্টেশন এর উপর ভিত্তি করে মোট ৭ জন কে পুরস্কৃত করা হবে।"

প্রদীপবাবু এও জানান "ব্যাপারটা বেশ মজার, এতদিন প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য পুরস্কৃত করা হতো এক্ষেত্রে প্রশ্ন করার জন্য পুরস্কার দেওয়া হলো। সঠিকভাবে প্রশ্ন করতে পারাটাও যে কতটা গুরুত্বপূর্ণ সেটাও এই প্রতিযোগিতার মাধ্যমে উঠে এলো।" 

প্রদীপ দাস মহাশয় শুভেচ্ছা জানিয়েছেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এই জেলা সহ রাজ্যজুড়ে অন্যান্য শিশু বিজ্ঞানীদেরও এবং তাদের উৎসাহিত করে বলেছেন বিজ্ঞান বিষয়ে তাদের উৎসাহ যদি তারা বজায় রাখতে পারে তাহলে অবশ্যই একদিন সাফল্যের বিজয় মুকুট তাদের মাথায়ও শোভা পাবে।

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments