হিডকোর উদ্যোগে নিউটাউনে চলবে তিনদিন ব্যাপী বৈদ্যুতিক গাড়ির কার্নিভাল
একদিকে গোটা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জিং হচ্ছে। অপরদিকে পেট্রোল-ডিজেলের মূল্যও আকাশছোঁয়া। তাছাড়াও পেট্রোল ও ডিজেলচালিত যানবাহনে প্রচণ্ড পরিমাণে পরিবেশ দূষণ হয়। তাই যানবাহন থেকে যাতে পরিবেশ দূষণ না হয় এবং পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া মূল্য যাতে ঠেকানো যায় তার বিকল্প হিসেবে ইলেকট্রিক যানবাহন চালানোর কথা ভাবছে রাজ্য। পথচলতি লোকেদের ইলেকট্রিক যানবাহনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করতে আগামী ২৪ শে সেপ্টেম্বর থেকে ২৬ শে সেপ্টেম্বর নিউটাউনে হিডকো আয়োজন করছে তিনদিনব্যাপী বৈদ্যুতিক গাড়ির কার্নিভাল।
ভারত ও বিশ্বের নানান প্রান্তের বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক, গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক, ব্যাটারি এবং চার্জিং সংস্থাগুলোকে এই কার্নিভালে আহ্বান জানানো হয়েছে। এই কার্নিভালটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে৷ বৈদ্যুতিক গাড়ির সুবিধা সম্পর্কিত বিশদ তথ্যও জানতে পারবেন উৎসাহীরা।
বৈদ্যুতিক গাড়ির ব্যাপারে এখনও বহু মানুষ ওয়াকিবহাল নয়। হিডকো নিউটাউনে বৈদ্যুতিক গাড়ি বৃদ্ধি করতে বিশেষ জোর দিচ্ছে। নিউটাউন হলো রাজ্যের একমাত্র জায়গা যেখানে সাইকেল চালানোর জন্য মূল সড়কের পাশে আলাদা রাস্তা বানানো হয়েছে। যেখানে যাত্রীরা দু'চাকায় ভর করে কোনোরকম যানজট ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গা সহজেই পৌঁছে যেতে পারেন। নিজের সাইকেল না থাকলেও অ্যাপের মাধ্যমে সাইকেল বুক করারও সুবন্দোবস্ত আছে এখানে৷
বৈদ্যুতিক গাড়ির ব্যবহার যত বাড়বে ততই পরিবেশ দূষণ কমবে। পরিবেশ দূষণ রোধে এখন বৈদ্যুতিক গাড়িই ভরসা৷ শহরের বুকে সবুজ ও সুস্থ পরিবেশকে বাঁচানোর জন্য বৈদ্যুতিক গাড়ির বিকল্প আর কিছুই হতে পারে না। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে সচেতনতা গড়ে তুলতে হবে৷ এই কার্নিভালটি নিয়ে প্রচণ্ড আশাবাদী হিডকোর কর্মকর্তারা।
হিডকোর ম্যানেজিং ডিরেক্টর তথা এন কে ডি এ-র চেয়ারম্যান দেবাশিস সেন লিটারেসি প্যারাডাইসকে বৈদ্যুতিক গাড়ির কার্নিভালটির প্রসঙ্গে বলেন, "বছর পাঁচেক আগে নিউটাউনে ই-রিক্সা মেলা হয়েছিল। পরিবেশ সচেতনতার জন্য আমাদের ধারণা নিউটনে প্রচুর ব্যাটারিচালিত থ্রি হুইলার আছে৷ এর ফলে সামগ্রিক দূষণ অনেক কম হচ্ছে। ইলেকট্রিক ভেইক্যাল বা দূষণবিহীন যানের ব্যবহার কীভাবে বাড়ানো যায়, অনেক প্রস্তুতকারক সংস্থার সাথে অনেক মডেল, চয়েস ও অনেক রকমের দাম, বিভিন্ন রকমের ব্যাটারি নিয়ে যাতে আলাপ-আলোচনা করা যায়, কোথায় কোথায় চার্জিং স্টেশন আছে, কীভাবে ই-যানবাহনকে আরো জনপ্রিয় করা যায়, যাতে করে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, যাতে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ, গ্রিন হাউস নিঃসরণ কম করা যায়; আমরা যাতে সুস্থ ভাবে নিঃশ্বাস নিতে পারি সেই জন্যই এই প্রচেষ্টা। সমস্ত ভারত তথা পৃথিবীর সঙ্গে নিউটাউন তিনদিনের একটি কার্নিভাল করছে৷ ২৪ শে সেপ্টেম্বর থেকে ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কার্নিভাল। সেখানে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক সংস্থা, ব্যাটারি সংস্থা, চার্জিং সংস্থা; এছাড়াও বিভিন্ন রকমের পার্টস যারা তৈরি করে এরকম সংস্থা; সকলকে নিয়ে গেট নাম্বার ওয়ান ইকো পার্কের কাছে যে পার্কিং এরিয়া রয়েছে সেখানে একটি প্রদর্শনী ও আলোচনা হবে।"
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment