Header Ads

কোভিড পরিস্থিতিতে মাত্র ৫০ টাকায় কোচিং দিচ্ছে এবিটিএ


২০২০ সালে কোভিডের প্রথম ঢেউ উপচে পড়ার পর থেকেই বন্ধ স্কুল-কলেজ। এখনও কোনো স্কুল-কলেজ খোলা হয়নি কোভিড পরিস্থিতির জন্য। এ রাজ্যের প্রশাসন ঘোষণা করেছে পুজোর পর সমস্ত স্কুল-কলেজ খোলা হবে। দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস নিয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সবাই প্রায় ক্লান্ত। সত্যি কথা বলতে অনলাইনে ক্লাস করা বা ক্লাস নেওয়া দুটোই বেশ কষ্টসাধ্য ব্যাপার। এমতাবস্থায় এক অনবদ্য উদ্যোগ নিয়েছে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন  বা এবিটিএ৷ মাত্র ৫০ টাকায় ছাত্রছাত্রীদের কোচিং দেওয়ার ব্যবস্থা করেছে তারা।


গত ২৯ শে আগস্ট টালা চক্ররেল স্টেশনের কাছে বনমালী চ্যাটার্জী স্ট্রিটে 'প্রিয়তোষ দাশগুপ্ত মেমোরিয়াল কোচিং সেন্টার'-এর উদ্বোধন করা হয়। এখানে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল পড়ুয়াদের সমস্ত বিষয়ের কোচিং দেওয়া হবে৷ মাসিক বেতন মাত্র ৫০ টাকা। অগ্নিমূল্য বাজারেও এবিটিএ -এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। 

সকালবেলা ও বিকেলবেলা মোট দুবার কোচিং সেন্টারে ক্লাস নেওয়া হবে৷ বিভিন্ন নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা এখানে ক্লাস নেবেন৷ ইতিমধ্যেই কোচিং সেন্টারের পঠনপাঠনও শুরু হয়ে গিয়েছে। এখন পর্যন্ত মোট ১৫ জন ছাত্র-ছাত্রী পড়ছে এখানে। পড়ুয়াদের সংখ্যা আরো বাড়বে বলে আশা রাখছেন এবিটিএ-র কর্মকর্তারা। ক্লাস চলছে সমস্ত বিধিনিষেধ অবলম্বন করেই। উদ্যোক্তারা ছাত্রছাত্রীর সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে বড়সড় জায়গার সন্ধানও করছেন। 

বাংলা ও ইংরেজি দুই মাধ্যমের পড়ুয়ারাই এখানে পড়তে পারবে৷ স্বল্প মূল্যে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পরিচালিত কোচিং সেন্টারে পড়ার এরকম সুযোগ আর কোথাও পাওয়া যাবে না৷ যে সকল পরিবারের অভাব নিত্যসঙ্গী সেইসব পরিবারের ছেলেমেয়েরা দারুণভাবে এই কোচিংয়ের মাধ্যমে উপকৃত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বেতন হিসেবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৫০ টাকা নেওয়া হলেও; কেউ যদি দিতেও না পারে তাতেও কিন্তু ছাত্রছাত্রীদের বঞ্চিত করা হবে না। এই কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হলে কল করতে হবে ৯৮৩৬০১৫৭৭৯ ও ৮২৪০৫৬৮৫১২ নম্বরে।   

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments