Header Ads

পরিপূর্ণ প্রেমেও থাকে বিরহ, মুক্তি পেয়েছে নতুন মৌলিক লোকগান 'পোড়া মন'


ভালোবাসাও মানুষের শরীরেরই একটি অঙ্গ। কারণ এটা না থাকলে অন্তর যেন হু হু করে জ্বলে ওঠে। ব্যর্থ প্রেমেও যেমন বিরহ থাকে তেমনই বিরহ থাকে পরিপূর্ণ প্রেমেও। যদি সকল ভালোবাসা এক হয় বিরহ এখানেও আছে। আমাদের মনগুলো তো আসলেই পোড়ামন। ঠিক এমনই একটি বিষয় নিয়ে সদ্য মুক্তি পেয়েছে লোকগান 'পোড়া মন'।


লোকগান মানেই মাটির গান, অন্তরের বেদনার গান এবং বিরহের গান। যে গান সহজেই হৃদয় হরণ করতে পারে। 'পোড়া মন' গানটিও সেরকমই একটি গান৷ এই গান একটি বিরহের গান। মনপ্রাণ দিয়ে রূপম মন্ডল লিখেছেন এই গান, সঙ্গে সুরারোপও করেছেন তিনি। গানটিতে কণ্ঠ দান করেছেন সঙ্গীতশিল্পী সেবন্তী দাস। 

আধুনিক যুগের সাথে সামঞ্জস্য রেখে আজকাল লোকগানেও আসছে হালকা আধুনিক ছোঁয়া। যার ফলে তুমুল জনপ্রিয়তা বাড়ছে লোকগানের। 'পোড়া মন' গানটিতেও আধুনিকতার ছোঁয়া আছে। গানটিতে ব্যবহৃত হয়েছে আধুনিক সব বাদ্যযন্ত্র। দর্শকদের লোক গানের প্রতি চাহিদা বৃদ্ধির জন্য মিউজিক্যাল ফিল্মও নির্মাণ করা হয়েছে। কারণ লোকে তো আজকাল ভিডিও সহযোগে গান শুনতেই বেশি পছন্দ করছেন৷  

'পোড়া মন' গানটিতে রায়া ও আলো নামের দুটি প্রাণের অধরা ভালোবাসার গল্প বলা হয়েছে। গান লেখা ও সুরারোপের পাশাপাশি এই গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট, তবলা, রিদম ও পারকাশান পরিবেশন করেছেন রূপম মন্ডল। এমনকি গানের ভিডিওর কনসেপ্টও তার এবং ভিডিও পরিচালনাও করেছেন তিনি নিজে। গানটিতে গিটার ও বেস গিটার পরিবেশন করেছেন অমৃত সরকার। গানটিতে বাঁশি পরিবেশন করেছেন শুভময় ঘোষ। গানটিতে বেহালা পরিবেশন করেছেন অরিত্র দাস। গানটির অডিও প্রোডাকশনের দায়িত্বে ছিলেন ঝন্টু জানা ডি.জি ভয়েস স্টুডিও-র তত্ত্বাবধানে। গানটির ভিডিও প্রযোজনা করেছেন সাত্যকি চট্টোপাধ্যায় ময়ূরাক্ষী স্টুডিও-র আওতায়। গানের ভিডিও চিত্রে অভিনয় করেছেন শ্রেয়া দাস ও অলংকৃতা ব্যানার্জী। 

বেঙ্গল পিকচার্স ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে 'পোড়া মন'। হাজার হাজার শ্রোতার ভালোবাসায় ভরে উঠেছে গানটি৷ বর্ষার বৃষ্টিভেজা মরসুমে গানটি শুনতে মোটেও মন্দ লাগছে না। গানটির সুর নিশাচরের চোখেও যেন ঘুম নামিয়ে আনে৷ 


প্রতিবেদন- সুমিত দে


No comments