Header Ads

ফিফার হাত ধরে নিউটাউনে তৈরি হচ্ছে দেশের প্রথম ফুটবল উৎকর্ষ কেন্দ্র


ফিফার ফুটবল উৎকর্ষ কেন্দ্র গড়ে উঠছে নিউটাউনে। যা হতে চলেছে দেশের প্রথম ফুটবল উৎকর্ষ কেন্দ্র। নিউটাউনে ইকো পার্কের পাশে অ্যাকশন এরিয়া ২-ই'তে ১৫ একর জমি দিয়েছে রাজ্য। আগামী তিন বছরের মধ্যে এখানেই তৈরি হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেন্টার ফর এক্সেলেন্স। দুটি ভাগে হবে এই উৎকর্ষ কেন্দ্রটি।


রাজ্য সরকার ও ফিফার সহায়তায় মোট ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের প্রথম ফুটবল উৎকর্ষ কেন্দ্র যেটি পরিকাঠামোর নিরিখে পাল্লা দেবে ব্রাজিল কিংবা জার্মানির যে-কোনো ফুটবল অ্যাকাডেমির সাথে। এই কেন্দ্রে থাকছে গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্ট সেন্টার, ৫ টি ফুটবল মাঠ তার মধ্যে একটিতে থাকবে দর্শকাসন আরেকটিতে থাকবে কৃত্রিম টার্ফের মাঠ, দেশের প্রথম রুফটপ ফুটবল মাঠ, ফিফা অনুমোদিত স্পোর্টস মেডিসিন সেন্টার, সিনিয়র দলের থাকার জন্য ফাইভ স্টার গেস্ট রুম, জুনিয়রদের জন্য আধুনিক হোস্টেল, কোচ ও রেফারিদের প্রশিক্ষণ কেন্দ্র, মিডিয়া সেন্টার এবং ড্রেসিং রুম ইত্যাদি। 
 
এই জায়গাটি বিমানবন্দর থেকে মাত্র আট কিলোমিটার দূরে। আর ময়দান অঞ্চল থেকে দূরত্ব ১৬ মাইল। জমি দ্রুত হস্তান্তর হয়ে যাওয়ার পর কেন্দ্রটির নীল নকশা তৈরি হয়ে গিয়েছে। কাজটি বাস্তবায়নের জন্য ফিফা ধাপে ধাপে কয়েক কিস্তিতে টাকা দেবে। ইয়ুথ ডেভেলপমেন্টের যাবতীয় কাজ হবে এই উৎকর্ষ কেন্দ্রে। তার নিউট্রেশন ও সাইকোথেরাপির জন্য আলাদা উইংও থাকবে। 

আগামীদিনে এই উৎকর্ষ কেন্দ্রটি হতে চলেছে ভারতীয় জাতীয় পুরুষ ও মহিলা বিভিন্ন বয়স ভিত্তিক ফুটবল দলের ঠিকানা। জোরকদমে কাজ চলছে এই উৎকর্ষ কেন্দ্রটির। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে এই উৎকর্ষ কেন্দ্রটি। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments