Header Ads

কলকাতার জন্মদিন নিয়ে বিকৃত তথ্য, গুগলকে আইনি নোটিশ সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের


২৪ শে আগস্ট মহানগর কলকাতার জন্মদিন, এই মিথ্যে তথ্যটি সর্বাধিক প্রচারিত। কিন্তু কলকাতার নির্দিষ্ট কোনো জন্মদিন বলে কিছু নেই। গুগলে 'কলকাতার জন্মদিন' লিখে বাংলাতে অথবা 'বার্থডে অফ কলকাতা' নামে ইংরেজিতে সার্চ করলে দেখা যায় সেখানে ১৬৯০ সালের ২৪ শে আগস্ট কলকাতার জন্মদিন বলে লেখা আছে। যে তথ্য সম্পূর্ণ বিকৃত তথ্য। কলকাতার কোনো জন্মদিন নেই। জব চার্নক কলকাতার জনক নন। এই বিষয়ে কলকাতা হাইকোর্ট ২০০৩ সালে একটি বিশেষ রায় দিয়েছিল।  


কলকাতা হাইকোর্টে রায় দেওয়ার পর এখন সর্বজনবিদিত যে কলকাতার কোনো জন্মদিন নেই। তথ্য বিকৃতির অভিযোগে এবার গুগলকে আইনি নোটিশ পাঠাল সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ। তাদের দাবি, অবিলম্বে গুগল হাইলাইটস থেকে সরাতে হবে এ বিকৃত তথ্যটি৷ এই নোটিশটি পাঠিয়েছেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের তরফ থেকে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ৩৬ তম উত্তরপুরুষ আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী।

গুগলকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে কলকাতা কোর্টের রায়ও। ২০০৩-এর ১৬ ই মার্চ কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী কলকাতা শহরের কোনো জন্ম তারিখ নেই, কোনো প্রতিষ্ঠাতাও নেই। তৎকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অশোক কুমার মাথুর ও বিচারপতি জয়ন্ত বিশ্বাসের রায় অনুযায়ী কলকাতার জন্ম তারিখ হিসেবে অভিহিত ১৬৯০ সালের ২৪ শে আগস্ট তারিখটি বাতিল করে দেওয়া হয়। 

গুগল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সঞ্জয় গুপ্তকে পাঠানো স্মরজিৎবাবুর নোটিশে আরো বলা হয়েছে, ভারতীয় দণ্ডবিধি ২০০০ সালের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের মতো প্রচলিত নানান আইন অনুসারে এই তথ্য সম্পূর্ণ ভুল।  

গুগলকে নোটিশ পাঠানোর প্রসঙ্গে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক তথা সাবর্ণ সংগ্রহশালার তত্ত্বাবধায়ক দেবর্ষি রায়চৌধুরী লিটারেসি প্যারাডাইসকে জানান, "আমাদের মামলায় হাইকোর্ট সেই রায় দেওয়ার পর ইতিহাস থেকে কলকাতার জন্মদিন মুছে কাজ শুরু হয়। কিন্তু গুগল সেই তথ্যই জানাচ্ছে সবাইকে। আমরা এরই প্রতিবাদ করে আইনি নোটিশ দিয়েছি। যদি তারা তথ্য না বদলায়, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হবো।"

নোটিশে বলা হয়েছে, জনপ্রিয় সার্চ ইঞ্জিন হিসেবে গুগল এই ভুল তথ্য জনসমাজকে কখনোই পরিবেশন করতে পারে না। অতএব নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে গুগলকে ঐ তথ্য সংশোধন করতে হবে। তথ্য যদি সংশোধন না করা হয় তাহলে ১০ কোটি টাকার মানহানির মামলা-সহ যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।   

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments