Header Ads

পাঁচ রাজ্যে ভারতের পতাকা ব্যবসার একচ্ছত্র আধিপত্য নুরজামান হালদারের


সালটা ১৯৪৭, দেশ তখন সদ্য স্বাধীনতার স্বাদ পেয়েছে। চারিদিকে শুধুই স্বাধীনতার জয়জয়কার। পতাকা উত্তোলনের হিড়িকে জায়গায় জায়গায় বাড়তে থাকে রাষ্ট্রীয় পতাকার চাহিদা। সেই চাহিদা কে কাজে লাগিয়ে অল্পদিনের মধ্যে উন্নত মানের কাপড়ের পতাকা বানিয়ে নিজের ব্যবসা দাঁড় করিয়ে ফেললেন হাওড়া জেলার উনসানির বাসিন্দা নুরজামান হালদার। দেশভক্তি আর ব্যবসার প্রতি সততা তাঁকে এনে দিয়েছে একরাশ সফলতা।


দিনের পর দিন বেড়েছে তাঁর তৈরি পতাকার চাহিদা। প্রথমে নিজের গ্রামে সীমাবদ্ধ থাকলেও এখন শহর তথা রাজ্যের গন্ডি পেরিয়ে তাঁদের তৈরী পতাকা পৌঁছে যায় পড়শী রাজ্য গুলিতেও। বাংলা, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, আসামে রমরমিয়ে ব্যবসা করছেন তাঁরা। পাঁচ রাজ্যের পতাকার ব্যবসায় একচ্ছত্র আধিপত্য তাঁদের।

প্রায় তিন প্রজন্ম ধরে তাঁরা এই ব্যবসার সঙ্গে যুক্ত। অবশ্য এখন ব্যবসার হাল ধরেছেন বর্তমান প্রজন্মের রাজু হালদার। শুরুতে দেশের পতাকা তৈরির কাজ দিয়ে ব্যবসা শুরু করলেও, বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকাও তৈরি করেন তাঁরা। তবে গত বছর থেকে করোনা পরিস্থিতির জন্য পতাকার চাহিদা কিছুটা হলেও কমেছে, ব্যবসায় ঘাটতিও এসেছে। যেহেতু স্কুল-কলেজ বন্ধ। চলছে সরকারি বিধি নিষেধ। বিভিন্ন প্রতিষ্ঠানে জলে ফুলে সারা হয়েছে স্বাধীনতার উদযাপন, তাই স্বাভাবিকভাবে অন্য বছরের তুলনায় পতাকার চাহিদাও কম। তবুও আশাবাদী তাঁরা। মুখের হাসি তাঁদের ম্লান হয়নি। পরিস্থিতি ঠিক হলে আবারও রমরমিয়ে ব্যবসা করবেন তাঁরা।

প্রতিবেদন- পৌলমী হালদার


No comments