এবার থেকে সেট পরীক্ষার প্রশ্নপত্র হবে বাংলা ভাষায়
মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া প্রতিটি বাঙালির জন্মগত অধিকার। বাঙালিরা নতুন করে তার সবরকম অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করছে। তারই ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গে স্টেট এলিজিবিলিটি টেস্ট বা 'সেট'-এর প্রশ্নপত্র হবে বাংলাতে। দীর্ঘ সাতাশ বছর পর এই পরীক্ষা হতে চলেছে বাংলা ভাষাতে। এতোদিন পর্যন্ত এই প্রশ্নপত্র শুধুমাত্র ইংরেজিতে হতো।
আগামী বছর ৯ ই জানুয়ারি হবে এই পরীক্ষা। দীর্ঘ সময় ধরে কলেজ সার্ভিস কমিশনের কাছে পড়ুয়ারা অনেকে বাংলায় প্রশ্নপত্র করার দাবিতে আবেদন করেছিলেন৷ জানা যাচ্ছে, পরীক্ষার সব বিষয় বাংলাতে হবে না৷ মূলত, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শনের মতো বিষয়গুলির প্রশ্ন হবে বাংলাতে৷
১৯৯৪ সাল থেকে এখনও পর্যন্ত মোট ২২ টি পরীক্ষা নিয়েছে কলেজ সার্ভিস কমিশন৷ ছাত্রছাত্রীদের বাংলাতে প্রশ্নপত্রের দাবিতে আবেদন করার জন্যই এই উদ্যোগ নিয়েছে কলেজ সার্ভিস কমিশন। পরিবেশ বিজ্ঞান, এমবিএ, অ্যারাবিক বিষয়গুলিকে এ বছর নতুন যুক্ত করা হয়েছে সেটের অধীনে।
সহকারী অধ্যাপক নিয়োগের জন্য প্রায় ৩২ হাজার আবেদন পত্র জমা পড়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারে কলেজ সার্ভিস কমিশন। আপাতত জমা পড়া আবেদনপত্রগুলির স্ক্রুটিনি প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এক্ষেত্রে লোকাল ট্রেন পরিষেবা শুরু হলে তবেই কলেজ সার্ভিস কমিশন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চায়।
গতবছর সেটের জন্য প্রায় ৬৫ হাজার আবেদন জমা পড়েছিল। অতএব চলতি বছরে আবেদন জমা পড়ার সংখ্যাটা বহুগুণ বৃদ্ধি পাবে৷ আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত সেটের আবেদনপত্র জমা দেওয়া যাবে বলেই বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment