ভবঘুরেদের নিয়ে অভিনব স্বাধীনতা দিবস উদযাপন করলো 'প্রয়াস- স্বপ্ন পূরণের অঙ্গীকার'
"স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?" স্বাধীনতা ছাড়া কেউ সুখে বাঁচতে পারে না। স্বাধীনতা মানে নিজের মাতৃভূমিতে নিজের ভাষার অধিকার। স্বাধীনতা মানে নিজের ঘরে পেট বাঁচানোর অধিকার। স্বাধীনতা মানে নিজের মাতৃভূমিতে নিজের চাকরি, পুঁজি, টেন্ডার পাওয়ার অধিকার। স্বাধীনতা মানে নিজের ভাষায় লেখার অধিকার। স্বাধীনতা মানে ভালো না থাকা মানুষদের বাঁচিয়ে রাখার অধিকার। স্বাধীনতা মানে পড়াশোনার অধিকার। এই সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হলেই মূল্য পাবে রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা।
গতকাল আমরা পেরিয়ে এলাম ৭৫ তম স্বাধীনতা দিবস। রাজ্য তথা দেশজুড়ে পালিত হলো স্বাধীনতা দিবস। এ বছর চেনা স্বাধীনতা দিবস উদযাপনের মাঝে স্বাধীনতার এক অচেনা ছবি দেখা গেল হাওড়াতে। ভবঘুরে অসহায় মানুষদের নিয়ে 'প্রয়াস- স্বপ্ন পূরণের অঙ্গীকার' নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন পালন করলো এক অভিনব স্বাধীনতা দিবস।
সমাজের ভবঘুরে অসহায় মানুষগুলো অযত্নে দিন কাটায় খোলা আকাশের নীচে রাস্তার ধারে, গাছের তলায়, কারও বাড়ির উঠোনে। যাদের কাছে "ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি"। দু'মুঠো খাবার এদের কাছে অমৃতসমান। সমাজের নানাপ্রকার লাঞ্ছনা, অবহেলার শিকার এরা। রক্ত-মাংসের শরীর নিয়ে বেঁচে থাকাটাই এদের কাছে কঠিন। এই মানুষগুলোর কথা সবার আগে প্রত্যেকের ভাবা উচিৎ।
এমনই একদল ভবঘুরে অসহায় পুরুষদের চুলদাড়ি কামিয়ে তাদের স্নান করিয়ে ও পাঞ্জাবি পরিয়ে এবং মহিলাদের শাড়ি পরিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে অন্যরকম স্বাধীনতা দিবস উদযাপন করলো 'প্রয়াস- স্বপ্ন পূরণের অঙ্গীকার'। যে উদ্যোগের মধ্য দিয়ে ধরা পড়লো এক মানবিক চিত্রের। যাকে মানবিক স্বাধীনতা দিবস উদযাপনও বলা চলে।
স্বাধীনতা দিবস তো আসলে মানুষের বেঁচে থাকারই উৎসব। সেখানে কোনো মানুষ যদি ভালো করে বেঁচে থাকারও সুযোগটুকু না পান তাহলে দিনটি তার গুরুত্ব হারিয়ে ফেলে। সমাজের সর্বস্তরের মানুষ যেদিন বেঁচে থাকার মতো আশ্রয় পাবে, যেদিন ভবঘুরেদের ঠাঁই হবে ছাদের নীচে সেদিন স্বাধীনতা দিবস তার প্রকৃত মূল্য পাবে। স্বাধীনতার সুখ কতটা মূল্যবান তা এরাই সঠিকভাবে বোঝে। তাই স্বাধীনতা দিবসে এদেরও গুরুত্ব দেওয়া উচিৎ। সেকথাই গতকাল স্মরণ করিয়ে দিলো 'প্রয়াস- স্বপ্ন পূরণের অঙ্গীকার'।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment