আইআইএম ইন্দোরের সর্বভারতীয় পরীক্ষায় প্রথম হলেন দেবার্ণব চট্টোপাধ্যায়
বাঙালির সাফল্য কোনোদিন থেমে থাকে না৷ যারা বলেন বাঙালিদের মেধা হারিয়ে যাচ্ছে তাদের আজকাল একটু খোঁজখবর নেওয়া উচিৎ। আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো বাঙালি কখনো নিজের ভালো চায় না। বাঙালিরা বাঙালিদের অপমান করেই সবচেয়ে বেশি আনন্দ পায়। এই অবস্থার পরিবর্তন হওয়া খুবই প্রয়োজন। ভুলে গেলে চলবে না মেধার লড়াইতে বাঙালি প্রতিদিন লড়ছে৷
মেধা দিয়ে এবার বাঙালির মুখ উজ্জ্বল করলেন সিউড়ির দেবার্ণব চট্টোপাধ্যায়। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্দোরের সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান দখল করলেন দেবার্ণব চট্টোপাধ্যায়। শৈশব থেকেই তার ম্যানেজমেন্ট পড়ার প্রতি প্রবল ইচ্ছে ছিল। সেই ইচ্ছের স্বাদ তিনি পূরণ করতে চলেছেন। নিজের শ্রম, বুদ্ধি, মেধা ও নিষ্ঠার জোরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টের মতো দামী প্রতিষ্ঠানে সুযোগ পেলেন তিনি৷
তার বহুদিন থেকেই স্বপ্ন ছিল প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে নতুন কিছু করা। দেবার্ণব চট্টোপাধ্যায় সিউড়ির লেভেলফিল্ড স্কুলের ছাত্র। তার বাবা ও মা দুজনেই স্কুল শিক্ষক। তারা নিজের ছেলের সাফল্যের পিছনে সবরকম সহায়তা প্রদান করেছে৷ কোনোরকম টিউশন ছাড়াই কেবল স্কুলের শিক্ষকের তত্ত্বাবধানেই তিনি ম্যানেজমেন্ট এন্ট্রান্স পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম হয়েছেন তিনি৷
পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়ার পর অত্যন্ত খুশী দেবার্ণব চট্টোপাধ্যায়। তার পরিবারের সকলেও প্রচণ্ড আনন্দিত। দেবার্ণব তার এই সাফল্যের ধারা বজায় রাখতে চান। সেই লক্ষ্য নিয়েই নতুন কেরিয়ার শুরু করতে চলেছেন তিনি৷ তার এই অভূতপূর্ব সাফল্য প্রমাণ করে যে বাঙালিরা মেধায় মোটেও পিছিয়ে নেই।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment