Header Ads

বাংলা অ্যালবামের সুদিন ফিরছে, মুক্তি পেল মৌলিক লোকগানের অ্যালবাম 'পিরীত জ্বালা'


বাংলা অ্যালবামের সুদিন ফিরছে। সম্প্রতি রিলিজ হলো  বাংলা লোকগানের অ্যালবাম 'পিরীত জ্বালা'। যে জ্বালা আপনাকে আবারও লোকগানের প্রেমে পড়তে বাধ্য করবে। ছয়টি সম্পূর্ণ মৌলিক লোকগানের মেলবন্ধনে তৈরি হয়েছে অ্যালবামটি। বহুদিন পর নতুন বাংলা লোকগানের অ্যালবামে মজে উঠতে চলেছে বাঙালি সঙ্গীতপ্রেমীরা। 


২৮ শে আগস্ট অঙ্কিতা ব্যানার্জির ক্যাফে ফিউশনে লঞ্চ হলো অ্যালবামটির। 'পিরীত জ্বালা' অ্যালবামের লঞ্চিং অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। গানে-গল্পে এক সুন্দর সন্ধ্যায় মুখরিত হয়ে উঠেছিল ক্যাফে ফিউশন। যেখানে উপস্থিত ছিলেন সমীর আইচ, ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী, সুবিমল দাস, জয়ন্তী দাস, অমিত গুহের মতো গুণী ব্যক্তিরা৷ এছাড়াও সেদিন উপস্থিত ছিলেন আর. জে মানালি, অর্পণ চক্রবর্তী, আর্যা চক্রবর্তী ও অর্ঘ্য ব্যানার্জী।উপস্থিত ছিলেন রুপম ও শ্রাবণের পরিবারের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা।


অ্যালবামের সবকটা গানই লিখেছেন রূপম মন্ডল এবং সবকটা গানে সুরারোপ করেছেন স্বর্ণাভ সরকার। অ্যালবামের সমস্ত গানগুলি গেয়েছেন ও দোতারা বাজিয়েছেন স্বর্ণাভ সরকার (শ্রাবণ)। সঙ্গীত আয়োজন, রিদিম ও পারকাশান পরিবেশন করেছেন রুপম পারকাশানিস্ট। কীবোর্ড পরিবেশন করেছেন ইন্দ্রজিৎ দাস, বাঁশি পরিবেশন করেছেন শুভময় ঘোষ, ব্যাঞ্জো ও বেস বাজিয়েছেন অমৃত সরকার। এই অ্যালবামটির অডিও প্রোডাকশন (নিয়োগিস প্লেস) নীলাব্জ নিয়োগি। এই অ্যালবামের আর্ট ফটোগ্রাফি করেছেন সাত্যকি চট্টোপাধ্যায়। 

অ্যালবামটির রেকর্ড লেবেল বেঙ্গল পিকচার্স। অ্যালবামের লঞ্চিং অনুষ্ঠানের সঞ্চালনা করেন সেবন্তি দাস। খুব শীঘ্রই ওয়ার্ল্ডওয়াইড রিলিজ হবে 'পিরীত জ্বালা' অ্যালবামটি। যার প্রতিটি গান শ্রোতাদের অন্তর ছুঁয়ে যাবে। এই অ্যালবাম নিয়ে যথেষ্ট উচ্ছসিত এ অ্যালবামের সঙ্গে যুক্ত কলাকুশলীরা। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments