সৌন্দর্য প্রতিযোগিতায় ভারত সেরার খেতাব জয় বাঙালি শিক্ষিকার
সৌন্দর্যে বাঙালি নারীর জুড়ি মেলা ভার। সৌন্দর্যে বাজিমাত কলকাতার রমনীর। যিনি জিতে নিলেন সৌন্দর্যে ভারত সেরার খেতাব। মিসেস ইন্ডিয়া কুইন অফ সাবস্টেন্স ২০২১-এর মিসেস কম্পেসিওনেট-এর খেতাব জিতলেন দমদমের পামেলা পাল দাস। সম্প্রতি দেশের এক মেট্রো সিটির পাঁচতারা হোটেলে বসেছিল বিচারের আসর। সেখানেই ভারতজোড়া সৌন্দর্যের খেতাব পান তিনি৷
পামেলা পাল দাস পেশায় একজন সরকারি স্কুলের শিক্ষিকা। সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার শিরোপা তাঁর আত্মমর্যাদা দ্বিগুণ বৃদ্ধি করেছে। এই সাফল্য তিনি ছড়িয়ে দিতে চান নিজের ছাত্রীদের মধ্যে। রূপোলী জগৎও যে আয়ের পথ তারই ভরসা দিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি৷
পামেল পাল দাসের মতে, "শিক্ষকতা করি। সমাজের নানাস্তর থেকে স্কুলে পড়ুয়ারা আসে। তাঁদের এক একজনের ইচ্ছে এক এক রকম। কেউ পড়তে ভালোবেসে, আবার কেউ পোশাক বেছে নেওয়ার স্বপ্ন দেখে। গতানুগতিকাতেই ভাঙলেই সমাজের নানা প্রশ্ন ভিড় করে। বিভ্রান্ত হন অভিভাবকরা। ফলে খুদের স্বপ্ন অঙ্কুরেই শেষ হয়ে যায়। আমি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ছোটদের ও তাঁদের পরিবারগুলোকে সাহস দেওয়ার চেষ্টা করেছি। রুপোলী জগৎ মানেই ভীতি নয়, এই বার্তা দেওয়ার চেষ্টা করছি।"
পামেলা পাল দাসের জন্য আপ্লুত খুদের দল। তাঁরাই এখন সোশ্যাল মিডিয়ায় পামেলার প্রচারে ব্যস্ত। ছোটোদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন তিনি। আপাতত ছোট ছোট মেয়েগুলোর স্বপ্নের পরিধির বিস্তারের ঘটেছে তাঁকে ঘিরেই। স্বপ্নকে ছোঁয়া যে বাস্তবেও সম্ভব সেই বিশ্বাসও গড়ে উঠেছে।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment