কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামানুসারে গড়ে উঠছে উলুবেড়িয়া মেডিকেল কলেজ
বছরখানেক আগে উলুবেড়িয়াতে মেডিকেল কলেজ বানানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তাই মেডিকেল কলেজ তৈরির কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। সম্প্রতি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামানুসারে উলুবেড়িয়ায় প্রস্তাবিত মেডিকেল কলেজের নামকরণ করলো রাজ্য সরকার। মেডিকেল কলেজের নাম দেওয়া হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভনমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল।
ইতিমধ্যেই কলেজের নামকরণের বিষয়টি রাজ্য সরকারের তরফে জেলা স্বাস্থ্য দপ্তর ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালকে জানানো হয়েছে। বিশেষ সূত্র থেকে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করে দেওয়া হবে এই মেডিকেল কলেজ। উলুবেড়িয়াতে এর আগে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে। আর এবার মেডিকেল কলেজ গড়ে উঠছে। যা সম্পূর্ণ হলে রাজ্যের আরো বহু ছাত্র-ছাত্রী মেডিকেল পড়ার সুযোগ পাবে। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থারও উন্নতি হবে।
২০ একর জমির উপর এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি তৈরি হবে। যার মধ্যে উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল চত্বরে মেডিকেল কলেজটি গড়ে তোলার মতো একটাও জায়গা নেই। কিন্তু উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল চত্বরে রয়েছে ১৫ একর জায়গা। সেই জায়গার নিকটবর্তী উলুবেড়িয়ার নিমদিঘিতে বাকি ৫ একর জমিতে এই সুবিশাল প্রতিষ্ঠানটি তৈরি হতে চলেছে।
হাওড়ার সাথে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিবিড় যোগ রয়েছে। তিনি একসময় হাওড়া কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। শেষ জীবনের বেশ কয়েকটা বছর গ্রামীণ হাওড়ার রূপনারায়ণের তীরে পানিত্রাসে কাটিয়ে ছিলেন তিনি। রাজ্য সরকারের তরফে পানিত্রাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তুলতেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে উলুবেড়িয়ার একমাত্র সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলায় খুশি এলাকার বহু মানুষ।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment