Header Ads

ব্রিটিশ অ্যাকাডেমির ফেলোশিপ সম্মানে সম্মানিত হলেন দুই বাঙালি


আন্তর্জাতিক মঞ্চের শীর্ষে আজকাল বাঙালির নাম প্রায়-ই দেখা যায়। বাঙালি যে কোনো অংশে কোনোকালেই পিছিয়ে থাকেনা তার প্রমাণ বাঙালিরা বারংবার দিয়ে আসছে। আবারো আন্তর্জাতিক মঞ্চের শীর্ষে উঠে এলো বাঙালিদের নাম। সম্প্রতি ব্রিটিশ অ্যাকাডেমির ফেলোশিপ পেলেন ২ বাঙালি শিক্ষাবিদ।


প্রতিবছর শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য বিভিন্ন বিষয়ে এই সম্মান প্রদান করে থাকে ব্রিটিশ অ্যাকাডেমি। যাকে বিশ্বের অন্যতম সম্মানজনক ফেলোশিপ হিসেবে গণ্য করা হয়৷ এই ফেলোশিপটি অর্জন করলেন দুই বাঙালি শিক্ষাবিদ গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ও সুকান্ত চৌধুরী। গত ২৩ শে জুলাই মানবতা ও সমাজ বিজ্ঞানের ফেলোশিপের তালিকা প্রকাশ করে ব্রিটিশ অ্যাকাডেমি। আর ৩০ জন করেস্পন্ডিং ফেলো'র তালিকাতে রয়েছেন এই দুই বাঙালি। 

গায়ত্রী চক্রবর্তী স্পিভাক যাকে প্রায় সকল বাঙালিই চেনেন। তিনি প্রখ্যাত সাহিত্য সমালোচক, তাত্ত্বিক এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। তিনি দীর্ঘমেয়াদে তাঁর সহকর্মী তাত্ত্বিকদের থেকে অনেক বেশি সদর্থক রাজনৈতিক কাজ করেছেন, বিদ্যাচর্চার আন্তর্জাতিক জগতে নারীবাদ ও উত্তর-ঔপনিবেশিকতা চর্চার পথিকৃত হিসেবে। আন্তর্জাতিক নারীবাদ, সাম্রাজ্যবাদ, পোস্টকলোনিয়াল রাজনীতির অধ্যয়নের জন্য এই বিশেষ সম্মাননা পেলেন তিনি। টেক্সাস, পেন্সিলভেনিয়া ও পিটাসবার্গের মতো বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলিতে অতিথি অধ্যাপিকা হিসেবে অধ্যাপনা করেছেন তিনি৷ এর আগেও বহুবার আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে কিয়োটো ও পদ্মভূষণের মতো পুরস্কার।

অন্যদিকে ডঃ সুকান্ত চৌধুরী যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক। রেনেসাঁসের সাহিত্য ও বেকনের প্রবন্ধের উপর বিস্তারিত গবেষণা, সম্পাদনা ও অনুবাদের জন্য ব্রিটিশ অ্যাকাডেমি ফেলোশিপ পেলেন তিনি। এর আগে লিওনার্দো দ্য ভিঞ্চির নোটবুক ও এডওয়ার্ড লিয়রের লিমেরিক তিনি বাংলাতে অনুবাদ করেছিলেন৷ এছাড়াও তাঁর অনূদিত রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায় ও রাজশেখর বসুর সাহিত্য প্রকাশিত হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে। অধ্যাপনার পাশাপাশি ভারতের প্রথম সারির সংবাদপত্রে তিনি নিয়মিত লেখালেখি করেন। অল সোলস কলেজ, অক্সফোর্ড, সেন্ট জনস কলেজ, লন্ডন, ভার্জিনিয়া, লয়োলা, শিকাগো ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ বহু জায়গায় তিনি অতিথি অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেছেন।   

গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ও ডঃ সুকান্ত চৌধুরীর মতো দুই মহান বাঙালি ব্যক্তির ব্রিটিশ অ্যাকাডেমি ফেলোশিপ অর্জন সত্যিই গর্বের। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা



No comments