সুস্থতার পথে বাংলা, পাঁশকুড়া ও চন্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে বন্ধ হলো করোনা চিকিৎসা
সুস্থতার পথে বাংলা। করোনামুক্ত হওয়ার লড়াইতে এগিয়ে বাংলা। করোনা আবহে স্বস্তির খবর শোনাচ্ছে একটার পর একটা জেলা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও চন্ডীপুর জাগালো আশার আলো। পাঁশকুড়া বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতাল ও চন্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে বন্ধ করা হলো করোনা চিকিৎসা। দৈনিক সংক্রমণ একশোর নীচে নেমে যাওয়ায় ঐ দুই হাসপাতালে মুক্ত করা হলো সমস্ত বেড৷
জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, হলদিয়া, নন্দীগ্রাম, কাঁথি ও এগরা হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। তবে তৃতীয় ঢেউ যাতে না ছড়িয়ে পড়ে তার আগাম সতর্কতার জন্য ইতিমধ্যেই দুই মেদিনীপুরে সরকারি বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসন থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের তৎপরতা বেড়েছে৷ জেলাজুড়ে মাইকিং এর মাধ্যমে চালানো হচ্ছে করোনা সতর্কতা। এই মুহূর্তে জেলায় ৩৭৩ টি কনটেইনমেন্ট জোন রাখা হয়েছে।
রাজ্যে বিধিনিষেধ থাকবে ১৫ ই জুলাই পর্যন্ত। ধীরে ধীরে একটার পর একটা করে বস্তুর ওপর থেকে বিধিনিষেধ তোলা হচ্ছে। রাজ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস চালানোরও অনুমতি দেওয়া হয়েছে। হাট-বাজার খুলে রাখার সময়সীমাও বাড়ানো হয়েছে। প্রত্যহ সংক্রমণ হ্রাস পাওয়ার কারণে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও চন্ডীপুরের বেসরকারি হাসপাতালে ২৬০ টি বেড রিলিজ করা হয়েছে।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment