Header Ads

দর্শকদের প্রশংসায় ভরে উঠছে 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'র টিজার


বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা জনপ্রিয় থ্রিলারধর্মী উপন্যাস 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। যা থেকেই পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় তৈরি করেছেন বাংলা ওয়েব সিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। আগামী ১৩ ই আগস্ট হইচইতে মুক্তি পাবে সিরিজটি। 


'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' সিরিজটির ঘোষণা হওয়ার সময় থেকেই দুই বাংলার দর্শকেরা সিরিজটির জন্য অপেক্ষায় দিন কাটাতে থাকেন। এমনিতেই এ উপন্যাসটিকে ঘিরে পাঠকদের উত্তেজনা ও কৌতুহলের শেষ নেই তার ওপর যদি এই উপন্যাস থেকে সিরিজ তৈরি হয় তাহলে তো দর্শকদের উত্তেজনা দ্বিগুণ হবেই। আজ প্রকাশ্যে এলো ওয়েব সিরিজের টিজার। 

গল্প, চিত্রনাট্য, আবহ, অভিনয় সবকিছুতেই এই ওয়েব সিরিজে চমক রয়েছে। এক মিনিট পনেরো সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি টানটান। রহস্য-রোমাঞ্চ, শিহরণ ও সাসপেন্স মিলিয়ে টিজারটি অত্যন্ত জমজমাট। বরফে ঢাকা দৃশ্য ও খুনের দৃশ্যের মতো গায়ে কাঁটা দেওয়ার মতো একাধিক দৃশ্যের মেলবন্ধনে জমে উঠেছে টিজার৷ 

এই সিরিজে দুই বাংলা মিলিয়ে একঝাঁক চলচ্চিত্র তারকারা অভিনয় করেছেন। 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' সিরিজের মাধ্যমে এই প্রথমবার সৃজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন রাহুল বোস৷ তাঁকে অভিনয় করতে দেখা যাচ্ছে নিরুপম চন্দের ভূমিকায়। এছাড়াও অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাচ্ছে আতর আলির ভূমিকায়। পুলিশ অফিসার তপন শিকদারের চরিত্রে দেখা যাচ্ছে অনির্বাণ চক্রবর্তীকে। খরাজ খাসনবিশের চরিত্রে দেখা যাচ্ছে অঞ্জন দত্তকে এবং মুসকান জুবেরির চরিত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে৷ 

প্রাথমিকভাবে বাংলাদেশের আরও বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে সিরিজটি করার কথা ছিল পরিচালকের। কোভিডের জন্য শুটিং করা সম্ভব হয়নি৷  তাই এপার বাংলার বেশিরভাগ শিল্পীদের নিয়েই কাজ শুরু করেন তিনি। গল্পের প্রেক্ষাপট বাংলাদেশ হলেও করোনার কথা মাথায় রেখে শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া হয় পশ্চিমবঙ্গকেই। তবে ছবির বেশ কিছু অংশ সিকিমের গ্যাংটকেও শুটিং হয়েছে।

টিজারটি ইতিমধ্যেই দর্শকদের  নজর কেড়েছে। সিরিজটির মুক্তির অপেক্ষায় এখন দর্শকদের কেবল দিন গোণার পালা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপর ১৩ ই আগস্ট হইচইতে মুক্তি পাবে 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। 

প্রতিবেদন- সুমিত দে


No comments