লেকটাউনের মিনি জয়া সিনেমাহলে ভয়াবহ অগ্নিকাণ্ড
আবারো অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতার বুকে। লেকডাউনের মিনি জয়া সিনেমাহলে ভয়াবহ অগ্নিকাণ্ড। গত শুক্রবার রাত ৯ টা বেজে ১৫ মিনিটে আগুন লাগে বন্ধ সিনেমা হলে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫ টি ইঞ্জিন৷ দাউদাউ করে জ্বলছে সিনেমা হল। আগুনের স্ফুলিঙ্গ বহুদূর অবধি ছড়িয়ে পড়েছে। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। অগ্নিকাণ্ডের ফলে ঘটনায় আহত হলের নিরাপত্তারক্ষী ও তার স্ত্রী। তাদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
জানা যাচ্ছে, মিনি জয়া সিনেমা হলের চার তলায় প্রথম আগুন দেখা যায়। সেখান থেকে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাকী বাড়িগুলিতে। ঠিক কী কারণে এই আগুন লেগেছে এখনও পর্যন্ত জানা যায়নি। মিনি জয়া সিনেমাহলটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে বলে দাবি সিনেমা হল কর্মীদের। আগুনের উৎসস্থল খুঁজে বের করতে একটু সময় লেগে যায়। আপাতত আগুন প্রায় নিয়ন্ত্রণে।
আগুন লাগার পর গোটা এলাকার বিদ্যুৎ ছিন্ন করে দেওয়া হয়৷ সিনেমাহলের সামনে ঘন জনবসতি থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে বহু মানুষ রাস্তায় নেমে পড়েন৷ করোনা পরিস্থিতিতে কড়া বিধিনিষেধের জন্য বন্ধ ছিল সিনেমা হল। তাই এড়ানো গিয়েছে বড়সড় বিপদ।
সিনেমাহলে অগ্নিকাণ্ডের পর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে জানা যায়নি এখনও পর্যন্ত। তবে অগ্নিকাণ্ড যেরকম চেহারা নিয়েছিল তাতে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার সবকিছু পরিস্কার হয়ে যাবে।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment