Header Ads

কলকাতা থেকে কোরিয়া পাড়ি দিচ্ছে 'রিআরবান' নামক এক নতুন যন্ত্র


কলকাতা থেকে কোরিয়া যাচ্ছে একটি নতুন যন্ত্র। যে যন্ত্রের নাম 'রিআরবান'। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দারুণভাবে কাজ করতে পারে এই যন্ত্র। এর আগে এমন যন্ত্র কোনোদিন আবিষ্কৃত হয়নি৷ রিআরবান যন্ত্রটি ইউরোপের বাইরে একমাত্র বাংলার মাটিতেই তৈরি হচ্ছে। ভারতের মধ্যেও প্রথম যন্ত্রটি তৈরি হচ্ছে। কেবল ভারতই নয়, এশিয়ার মধ্যেও এরকম যন্ত্র শুধুমাত্র কলকাতাতেই তৈরি হচ্ছে। হাওড়ার ধূূলাগড়ে নির্মিত হচ্ছে যন্ত্রগুলি। রিআরবান নামের যন্ত্রটি আধুনিক সভ্যতার চিত্র বদলে দেবে। এই যন্ত্রটি ব্যবসা বাণিজ্যেরও নতুন দিক উন্মোচন করতে পারে৷ 


যন্ত্রটির মধ্যে কী এমন আছে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সুফল দেবে? শহরে বা নগরে প্রচুর পরিমাণে বর্জ্র পদার্থ  এখানে ওখানে জমে থাকতে দেখা যায়৷ এ যন্ত্রটি বর্জ্য পদার্থের মধ্য থেকে বালি ও পাথরকে ছেঁকে বের করে দিতে পারে। শহরে প্রতিদিন গড়ে উঠছে নানান বহুতল, আবার অনেক বহুতল ভাঙ্গাও পড়ছে পুনর্নির্মাণের জন্য। যার ফলে কংক্রিটের বর্জ্য বের হয় অত্যধিক পরিমাণে। এই বর্জ্যগুলির মধ্যে থেকে যন্ত্রটি বালি ও পাথরকে আলাদা করে দেবে যাতে পুনরায় পাথর ও বালিগুলিকে কাঁচামাল হিসেবে করা যায়। এতে পরিবেশের অনেকটাই উপকার হবে।

নতুন কোনো বহুতল, ইমারত, হোটেল বা অট্টালিকা বানাতে গেলে পাহাড় ভেঙে পাথর আর নদী থেকে অবাধে বালি তুলতে হয়। এই যন্ত্র পাহাড়ে পাথর কাটা আর নদী থেকে বালি তোলা দুটোই প্রভূত পরিমাণে হ্রাস করবে। এতে করে ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হবে। যেভাবে একটা কনস্ট্রাকশন হলে পাথর বা বালি নষ্ট হয় সেগুলো পুনরায় ব্যবহার করার ব্যবস্থা ছিলনা বলে বহু টাকা লোকসান হতো। এবার থেকে সেই টাকাও বহুগুণ বাঁচবে। উন্নতমানের পরিকাঠামো সহ আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই যন্ত্র আগামী সপ্তাহে কোরিয়া পাড়ি দেবে। 

এই যন্ত্রটির উদ্বোধন করেছেন  হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন। ভারতে বহুকাল ধরেই কোরিয়া থেকে টিভি ও এসি গাড়ি আমদানি করা হচ্ছে। এই প্রথমবার ভারত থেকে কোনো যন্ত্র আমদানি করবে কোরিয়া। জানা যাচ্ছে ধূলাগড়ে এখন থেকে নিয়মিত রিআরবান যন্ত্রটি তৈরি হবে৷ ধাপে ধাপে অন্যান্য দেশগুলোতেও যন্ত্রটি রপ্তানি করা হবে। যারা প্রতিনিয়ত পরিবেশ রক্ষার কাজ করে থাকেন তাঁরাও প্রশংসা করছেন যন্ত্রটির। প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রিত ও পুনর্ব্যবহার পরিবেশ বাঁচিয়ে রাখার একমাত্র উপায়। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments