কবে হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা? কী বলছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড?
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে ঠিক হয়েছিল জুলাই-তে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। কিন্তু করোনা সংক্রমণ বহুগুণে হ্রাস পেলেও তা সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। আবার তৃতীয় ঢেউ উপচে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ অতএব এমতাবস্থায় এ মাসের শেষে কলকাতা আন্তর্জাতিক বইমেলা আয়োজন করা কার্যত অসম্ভব বলেই জানাচ্ছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।
ঠিক হয়েছিল এবারের থিম কান্ট্রি হবে 'বাংলাদেশ'। করোনা রোধে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখা হয়েছে। আগামী ১৫ ই জুলাই পর্যন্ত এ রাজ্যেও বিধিনিষেধ জারি রাখা হয়েছে। ৫০ জনেরও বেশি জমায়েত নিষিদ্ধ। ১৫ ই জুলাইয়ের পর বিধিনিষেধ উঠে গেলেও জুলাইয়ের শেষে বইমেলা আয়োজন করা অত্যন্ত কঠিন। তবে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড নিজেদের মতো প্রস্তুত আছে, তারা সবার সাথে যোগাযোগও রাখছে। কেবল করোনার জন্যই বইমেলার দিনক্ষণ ঘোষণা করতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড রাজ্যের প্রশাসনের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। যেটা পাওয়া গেলে হয়তো দুর্গাপুজোর আগে বা নভেম্বরে আয়োজন করা যেতে পারে কলকাতা আন্তর্জাতিক বইমেলার।
গত বছর থেকে বইপ্রেমী মানুষজন মুখিয়ে আছেন কলকাতা আন্তর্জাতিক বইমেলার দিকে। করোনার জন্য শুধু একের পর এক তারিখ পরিবর্তন হয়েই চলেছে। কেউ-ই আর ধৈর্য্য ধরে বইমেলার জন্য অপেক্ষা করতে পারছেন না। লেখক-লেখিকা, পাঠক-পাঠিকা, প্রকাশনী, পত্র-পত্রিকা সকলের কাছে বইমেলা এক সর্ববৃহৎ উৎসব। এই উৎসবটির জন্য সারাবছর ধরে তাঁরা দিন গুণতে থাকেন। আবারও কয়েক মাস তাঁদের অপেক্ষা করতে হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলার জন্য।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment