Header Ads

রবীন্দ্র সঙ্গীত গেয়ে ভাইরাল হলেন নাইজেরিয়ান গায়ক জিয়াতা


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান ছড়িয়ে আছে গোটা বিশ্বজুড়ে। তাঁর গানে মুগ্ধ হন আট থেকে আশি সকলেই। দুই বাংলা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা রয়েছে রবীন্দ্র সঙ্গীতের। যে কারণেই তিনি এক ও অদ্বিতীয়। এমন প্রতিভাধর মানুষ এ বিশ্বে আজও বিরল। রবীন্দ্র সঙ্গীতের মধ্যে এক অপার মায়া লুকিয়ে থাকে। 


সম্প্রতি এক নাইজেরিয়ান গায়ক সোশ্যাল মিডিয়াতে গাইলেন রবীন্দ্র সঙ্গীত। বাংলা ভাষা না জেনেও তিনি স্পষ্ট উচ্চারণে সঠিক সুরে গেয়েছেন রবীন্দ্র সঙ্গীত। এই ব্যক্তিটি হলেন জিয়াতা৷ তাঁর কণ্ঠে 'মায়াবন বিহারিণী হরিণী' প্রচণ্ড ভাবে ভাইরাল হয়েছে। আপামর বাঙালি সমাজ তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তাঁর গানের জোয়ারে আবেগে ভাসছেন সকল বাঙালি শ্রোতারা। 

গানটি শুরু করার আগে তিনি ইংরেজিতে তাঁর রবীন্দ্র সঙ্গীত শিক্ষক 'মোনালিজি'র প্রতি কৃতজ্ঞতা নিবেদন করেন। তাঁর গায়কীর মুন্সিয়ানায় অবাক হয়ে যেতে হয়। আজকালকার বাঙালিরা যেখানে বাংলা গান গাইতে লজ্জাবোধ করেন সেখানে জিয়াতা বাঙালি সমাজকে শেখালেন বাংলা গানের মাহাত্ম্য। বাঙালির রবীন্দ্র প্রেমকে সম্মান জানালেন তিনি৷ 

আশিস সান্যাল নামের একজন ফেসবুক ইউজার এই ভিডিওটি প্রথম শেয়ার করেন। তারপর ঝড়ের গতিতে শেয়ার হতে থাকে ভিডিওটি। মুহূর্তের মধ্যেই ভিডিও তুমুল ভাইরাল হয়ে যায়। কদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে জিয়াতার কণ্ঠে 'মায়াবন বিহারিণী হরিণী' ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে নানান পেজ, গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইলগুলোতে। জিয়াতাকে নিয়ে বাঙালি রবীন্দ্র গবেষক ও গায়ক-গায়িকাদের গর্বের শেষ নেই। জিয়াতার মতো এক নাইজেরিয়ান গায়কের এগিয়ে চলার পথে যেন অক্সিজেন জোগালেন রবি ঠাকুর। 

প্রতিবেদন- সুমিত দে

No comments