প্রথম বাঙালি হিসেবে উইম্বলডন জুনিয়ার্সের চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লো সমীর বন্দ্যোপাধ্যায়
কোপা আমেরিকাতে আর্জেন্টিনার জয়ের খবর যখন সংবাদপত্রের পাতায় ও টিভির পর্দায় ভেসে উঠছে ঠিক তখনই আমেরিকার মাটিতে ইতিহাস গড়লো এক বাঙালি। উইম্বলডন জুনিয়ার্স টেনিসে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ১৭ বছর বয়সী প্রবাসী বাঙালি টেনিস তারকা সমীর বন্দ্যোপাধ্যায়। যে খবর বাঙালির বুক গর্বে ভরিয়ে দিতে পারে।
১৯৯০ সালে শেষবারের মতো কোনো ভারতীয় রাজত্ব করেছিলেন উইম্বলডন জুনিয়ার্সে। লিয়েন্ডার পেজের হাত ধরে এসেছিল টেনিসজগতের অন্যতম এই ট্রফি। তাঁর সাথেও নাড়ির যোগ আছে বাঙালির৷ তিনি মাইকেল মধুসূদন দত্তের বংশধর। তার ঠিক ৩১ বছর পর প্রথম বাঙালি হিসেবে উইম্বলডন জুনিয়ার্সে জয় ছিনিয়ে নিলো সমীর বন্দ্যোপাধ্যায়।
জুনিয়র টেনিস তারকা সমীর বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিত্ব করছেন আমেরিকার হয়ে। সেমিফাইনালে ফরাসি তারকা ওয়েনবার্গকে পরাজিত করে ফাইনালে ওঠে সে৷ কাকতালীয় ভাবেই ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক আমেরিকান ভিক্টর স্ট্রেট। তাঁকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়নের ট্রফি নিজের কাঁধে তুললো সমীর বন্দ্যোপাধ্যায়।
তবে সমীরের এই খেতাব জয় একেবারেই অপ্রত্যাশিত ছিল না। গত বছর থেকেই সে ভালো ফর্মে ছিল৷ ২০২০ সালে ক্লে কোর্টে চারটি খেতাবও জিতেছিল সে৷ রবিবারের উইম্বলডন জুনিয়ার্স ধরে জুনিয়র পর্যায়ে সবমিলিয়ে ষষ্ঠ খেতাব জিতলো সমীর। জয়ের পর সমীর বন্দ্যোপাধ্যায়ের উচ্ছাস ছিল বাঁধ ভাঙা। সকলকে ধন্যবাদও জানিয়েছে সে৷ উইম্বলডনের পক্ষ থেকে শেয়ার করা হয় সমীরের জয়ের মুহূর্ত।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment