মঈদুল, অমল, রমা রায় বা সুজাতা, কফিহাউস গানের সব চরিত্রই কাল্পনিক
গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা মান্না দে'র গাওয়া কালজয়ী গান হলো 'কফিহাউসের সেই আড্ডাটা'। এই গানটি বাঙালির অত্যন্ত প্রিয় একটি গান। কফিহাউস গানটি রেকর্ডিং করা হয় ১৯৮৩ সালে। গানটির সুরারোপ করেন সুপর্ণকান্তি ঘোষ। প্রায় চার দশক পেরিয়ে যাওয়ার পরও এই গান আজও অমলিন।
গানটি শুনলে মনে হতে পারে হয়তো কফিহাউস গানের চরিত্রগুলো যেন বাস্তবেও আছে। আসলে গানটির স্থান-কাল-পাত্র সবই আদ্যোপান্ত কাল্পনিক। তবে মঈদূল নামে ঢাকার এক সাংবাদিক নিজেকে কফিহাউসের চরিত্র বলে দাবি করতেন। এই মইদুলের আসল নাম নূর আহমেদ মইদুল। যার জন্ম হয়েছিল এপার বাংলার উত্তর ২৪ পরগণা জেলাতে। দেশভাগের কয়েক বছর পর ঢাকা চলে আসেন তিনি৷ তাঁর সঙ্গে নাকি মান্না দে'রও পরিচয় ছিল। তিনি ওপার বাংলার বহু টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বলেছেন তিনি নাকি রমা রায়, অমলদের সঙ্গে আড্ডাও দিয়েছেন।
নূর আহমেদ মঈদুল নিজেকে কফিহাউস গানের মঈদুল বললেও এর কোনো সত্যতা নেই। পুরোটাই তাঁর মিথ্যে দাবি। কফিহাউস গানের সুরকার সুপর্ণকান্তি ঘোষ এক সাক্ষাৎকারে যা স্পষ্ট করে বলেন। তাঁর মতে, "শুধু মঈদুল নয়, গানের কোনও চরিত্রের সঙ্গেই বাস্তবের কারও মিল নেই।"
সুপর্ণকান্তি ঘোষের কথায়, "কেউ যদি বলে সে ডোনাল্ট ট্রাম্প কিংবা সুনীল গাভাসকার, তাহলে আমি কী করব? আমার কিছুই বলার নেই৷ এগুলো সব মিথ্যে কথা। গানের সব চরিত্রই কাল্পনিক।"
জানা গেছে কলকাতাতেও মঈদুল নামের অনেক ব্যক্তি নিজেদের কফিহাউসের মঈদুল বলে দাবি করেছেন। যা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে সুপর্ণকান্তি বাবুকে৷ এই নূর আহমেদ মঈদুল কি তবে কফি হাউসে আড্ডা পেটানো সেই সাতজনের একজন কাগজের রিপোর্টার মঈদুল? যে সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে সুপর্ণকান্তি ঘোষ বলেন "মঈদুল নামে কলকাতা শহরেই কতগুলো লোক আছে, তারা যদি বলে, তারা এই গানের চরিত্র তাহলে আর কী বলা যায়!"
শুধু যে কেউ মঈদুল বলেই নিজেদের পরিচয় দিয়েছেন এমনটাও কিন্তু নয়, কেউ নিজেকে সুজাতা, কেউ নিজেকে নিখিলেশ, কেউ নিজেকে কফিহাউসের বেয়ারা বলেও দাবি করেছেন। শ্রোতারা মাঝেমধ্যেই গানটির চরিত্রগুলোকে খোঁজার চেষ্টা করে থাকে। বাস্তবে এই চরিত্রগুলোর খোঁজ কোথাও পাওয়া সম্ভব নয়। মান্না দে বলুন বা সুপর্ণকান্তি ঘোষ কিংবা গৌরীপ্রসন্ন মজুমদার কেউ-ই গানটি লেখার আগে কোনোদিন কফিহাউসে যাননি৷ মান্না দে তাঁর আত্মজীবনীতেও লিখেছেন যে গানটি লেখার আগে তিনি কোনোদিনও কফিহাউসে জাননি। সুপর্ণকান্তি ঘোষের ভাবনায় তাঁর বাড়িতে বসে গৌরীপ্রসন্ন মজুমদার গল্পের মতো করে নিজস্ব চিন্তাভাবনায় গানটি লেখেন৷
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment