Header Ads

মরণোত্তর মোহনবাগান রত্ন পুরস্কারে সম্মানিত হচ্ছেন প্রয়াত ফুটবলার শিবাজী বন্দোপাধ্যায়


এবার মোহন বাগান রত্ন পুরস্কার পাচ্ছেন প্রয়াত গোলরক্ষক শিবাজী বন্দ্যোপাধ্যায়। ২৯ শে জুলাই তাঁর পরিবারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। কোভিড পরিস্থিতির জন্য এবারও ক্লাবের এই অনুষ্ঠানে জনসমাগম হচ্ছে না। সেদিন সকালে ক্লাব তাঁবুতে কেবল পতাকা উত্তোলন হবে৷ 


২৯ শে জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবস। সরকারি বিধিনিষেধ মেনে শুধুমাত্র এক্সিকিউটিভ কমিটির সদস্যদের উপস্থিতিতেই পালিত হবে মোহনবাগান দিবস। আর এই বিশেষ দিনে মরণোত্তর মোহন বাগান রত্ন দিয়ে সম্মান জানানো হবে বিখ্যাত ফুটবলার শিবাজী বন্দ্যোপাধ্যায়কে। গতবছর সদ্য প্রয়াত অলিম্পিক পদকজয়ী হকি তারকা কেশব দত্তকে মোহনবাগান রত্ন প্রদান করা হয়েছিল। এই অনুষ্ঠানে সেরা অ্যাথলিটের  পুরস্কার পাচ্ছেন বিদিশা কুণ্ডু। তিনি ১০০ মিটার হার্ডলস ও হাই জাম্পে জাতীয় চ্যাম্পিয়ন। 

বিখ্যাত গোলকিপার শিবাজি বন্দ্যোপাধ্যায় ৪ বছর আগে ৬৮ বছর বয়সে মারা গিয়েছেন। মোহনবাগানের অন্যতম সেরা গোলকিপার বা ফুটবলারদের মধ্যে একজন ছিলেন তিনি৷ ১৯৭৭ সালে মোহনবাগান বনাম কসমসের খেলায় পেলের ফ্রি কিক থেকে শট আটকে দিয়েছিলেন গোলকিপার শিবাজী বন্দ্যোপাধ্যায়।  

১৯৭৬ সালে এরিয়ান ক্লাবের জার্সিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথমবার নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন শিবাজী বন্দ্যোপাধ্যায়। সেই ম্যাচে অনু চৌধুরীর গোলে হার বাঁচিয়েছিল ইস্টবেঙ্গল। এর পরের বছরই শিবাজী বন্দ্যোপাধ্যায়কে দলে নেয় মোহনবাগান। সাতের দশকের মধ্যভাগে সবুজ মেরুনে যাত্রা শুরু করে আটের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত মোহনবাগানের বারের তলায় ভরসার সেরা হাত ছিলেন তিনি।  

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments