ওপার বাংলার দশ লক্ষ মহিলাকে শিল্পের প্রশিক্ষণ দিচ্ছেন কলকাতার সৌম্য বসু
লকডাউনের সময়কালে অবর্ণনীয় সাফল্য অর্জন করলেন এক বাঙালি। যা জানলে একজন বাঙালি হিসেবে আপনার গর্বে বুক ভরে যাবে। বাঙালি শিল্প পরামর্শদাতা সৌম্য বসু অতিমারীতে কলকাতায় বসে বাংলাদেশের প্রায় দশ লক্ষ মহিলাকে অনলাইনে শিল্পোদ্যোগী হওয়ার প্রশিক্ষণ দিলেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই দশ লক্ষের মধ্যে চার লক্ষ নারী প্রশিক্ষণের পর নিজেদের উদ্যোগপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন৷
বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে সেখানকার 'উইমেন অ্যান্ড ই-কমার্স' ফোরামের উপদেষ্টা কলকাতার ঐ বিশেষজ্ঞ হলেন লন্ডনের 'সিল্কক গ্লোবাল' সংস্থার প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বসু। ২০২০ সালের মে মাসে নারী উদ্যোগপতি গড়ে তোলার 'মাস্টারক্লাস' শুরু করেন তিনি।
সৌম্য বসু ২০২০ সালের মে মাসে যখন 'উইমেন অ্যান্ড ই-কমার্স' প্ল্যাটফর্মের মাধ্যমে নারী উদ্যোগপতি গড়ার 'মাস্টারক্লাস' শুরু করেন তখন সদস্য সংখ্যা ছিল ৮০,০০০ জনের মতো। এক বছরের মধ্যেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় বারো লক্ষ। যার মধ্যে চার লক্ষ মহিলা ইতিমধ্যেই উদ্যোগপতি হয়ে নতুন জীবন আরম্ভ করেছেন৷ সৌম্যবাবুর এই অভাবনীয় আন্তর্জাতিক সাফল্যে গর্বিত কলকাতার শিল্পমহলও।
জানা যাচ্ছে, 'মাস্টারক্লাস' সিজন ১-এর সমাপ্তিতে সৌম্য বসুর শিক্ষদানের পদ্ধতি ও সিলেবাসকে স্বীকৃতি দিয়ে তাঁর ভূয়সী প্রশাংসা করেন প্রধান অতিথি বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ এ কে আবদুল মোমেন, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, ঢাকার নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, লন্ডনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম প্রমুখরা।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment