Header Ads

খয়রুল্লাচকে ধানজমিতে ১১ কেজির মাগুর মাছ শিকার দুই যুবকের


গত বুধবার রাত থেকে রাজ্যের প্রায় সর্বত্র শুরু হয়েছে ভারী বর্ষণ। নিম্নচাপের জেরে টানা তিনদিন ধরে চলছে ভারী থেকে অতিভারী বর্ষণ। যার ফলে নদী-নালা, পুকুর-বাঁধ, খাল-বিল, মাঠ-ঘাট সব কানায় কানায় পরিপূর্ণ৷ একাধিক জায়গায় রাস্তা-ঘাট, বাড়িঘর ডুবে গেছে। বহু জায়গায় ব্রীজ ভেঙেও বিপত্তি ঘটেছে। নানান জায়গাতে যোগাযোগও ব্যাহত হয়ে পড়েছে। যানবাহন চলাচলও লাল সতর্কতার জন্য বন্ধ রাখা হয়েছে।


চতুর্দিক যখন বর্ষার জমা জলে টইটুম্বুর তখন মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাচকের দুই যুবক ধান জমির জমা জলে শিকার করলেন বিশাল আকৃতির একটি মাগুর মাছ। যে মাগুর মাছটির ওজন ১১ কেজির মতো। মাছটি লম্বায় প্রায় ৪ ফুট। যে দুই যুবক এই মাছটি শিকার করেছেন তারা হলেন প্রকাশ মিদ্যা ও অমলেন্দু বিশ্বাস। 

বর্ষাকালে সাধারণত প্রবল বর্ষণে নদী, পুকুর ও খালের জল ধানজমি ও অন্যান্য কৃষিজমিতে প্রবেশ করে। যে কারণে নদী, খাল বা পুকুরের মাছ, কাঁকড়া কৃষিজমিতে ঢুকে পড়ে। বর্ষাকালে বহু মানুষ জাল কিংবা শিপ নিয়ে জমিতে মৎস্য শিকার করে। বর্ষার জমা জলে কৃষিজমিগুলো মাছে থিক থিক করতে থাকে৷ বড়-ছোটো-মাঝারি সব সাইজের মাছ পাওয়া যায়। তবে বড়ো মাছ খুব কম পরিমাণেই থাকে। কিন্তু বিশালাকৃতির মাছ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। 

মেদিনীপুর শহর অধ্যুষিত খয়রুল্লাচকে অবস্থিত সেন্ট জোসেফ হাসপাতালের পাশ দিয়ে বয়ে গেছে মহানালা। স্থানীয়দের অনুমান সম্ভবত ওখান থেকেই মাছটি ধানিজমিতে ঢুকেছে কিংবা কোনো পুকুরে এই মাছটি চাষ হয়েছিল সেখান থেকেও আসতে পারে। বিশালাকৃতির মাছটিকে দেখতে এলাকার মানুষজন ছুটে আসেন৷ ঐ দুই যুবক এতোবড়ো মাছ শিকার করতে পেরে অত্যন্ত আনন্দিত। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments