Header Ads

ইউরো ও কোপাতে বাংলা ধারাভাষ্য নিয়ে ট্রোলিংয়ের জবাব দিলেন ফুটবলার রহিম নবি


কোপা আমেরিকা ও ইউরো কাপে বাংলায় ধারাভাষ্য দেওয়ার জন্য চরমভাবে ট্রোলিং-এর শিকার হলেন রহিম নবি। কয়েকদিন ধরে রহিম নবিকে ঘিরে উত্তাল নেট মাধ্যম। তাঁর উচ্চারণের সমস্যা ও ফুটবল বোধ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেক বাঙালি। যদিও তিনি কোনো প্রকার কটাক্ষগুলোকে পাত্তা দিতে রাজি নন তিনি৷ বরং কটাক্ষগুলো তাঁর মনে সাহস সঞ্চার করছে।


ইউরো ও কোপা আমেরিকার জন্য একটি বেসরকারি চ্যানেলের হয়ে বাংলা ভাষায় ধারাভাষ্য দিচ্ছেন তিনি৷ সেই সূত্রে এক মাস ধরে তিনি মুম্বাইতে রয়েছেন। পান্ডুয়া থেকে উঠে আসা জনপ্রিয় প্রাক্তন ফুটবলার রহিম নবিকে ধারাভাষ্যের কাজে সিনিয়র ধারাভাষ্যকার প্রদীপ রায় ও সৌমিত্র চক্রবর্তী তাঁকে সর্বদা সাহায্য করেছেন। চ্যানেল কর্তৃপক্ষেরও সকলে তাঁকে সাহায্য করেছেন। তিনি নিজের যোগ্যতার জন্যই ধারাভাষ্যকারের দায়িত্ব পেয়েছেন। চ্যানেল কর্তৃপক্ষও তাঁর সব দোষগুণ বিচার করেই তাঁকে ধারাভাষ্যকারের দায়িত্ব দিয়েছেন। তারপরও তাঁকে ট্রোল বা কটাক্ষ করা যথেষ্ট নিন্দনীয় ঘটনা। 

একপক্ষ তাঁর বাংলা ধারাভাষ্য নিয়ে যেমন ট্রোল করছে তেমনই অন্য অনেক পক্ষের মানুষ তাঁর পাশে ট্রোলিং-এর বিরোধিতা করছেন। যারা বাংলা ভাষাকে প্রচণ্ড ভালোবাসেন তাঁরা রহিম নবির বাংলা ধারাভাষ্যের জন্য তাঁকে অভিনন্দনও জানিয়েছেন। 

ফুটবলার রহিম নবি সর্বপ্রকার ট্রোলিং -এর দৃঢ় জবাব দিয়ে বলেছেন "আমি বাংলা ভাষাতেই কথা বলছি, আমার কথায় গ্রাম্য টান এখনও রয়েছে, সেই জন্য অবশ্য আমি একফোঁটাও লজ্জিত নই, বরং গর্বিত। অনেকে আমার উচ্চারণ নিয়ে  কটাক্ষ করেছেন, সেটা তাঁরা করতেই পারেন৷ কিন্তু তাঁদের মনে রাখা উচিত, আমি তেমন উচ্চ শিক্ষা না পেয়েও দেশের সর্বোচ্চ পর্যায়ে খেলেছি, সেই জন্যই চ্যানেল কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। একাধিক মানুষ আমার ফুটবল নিয়েও প্রশ্ন করেছেন, তাঁদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেশের সর্বোচ্চ স্তরে ফুটবলটা কিন্তু আমি খেলেছি। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments