Header Ads

রেডিয়োর সঙ্গে একটি মেয়ের সম্পর্কের গল্প নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক শিলাদিত্য মৌলিক


এককালে রেডিয়ো শোনার বিশেষ চল ছিলনা। সময়ের সাথে সাথে সেই চল আজ আর খুব বেশি নেই। এখন তো লোকে মোবাইলে অনলাইনের মাধ্যমে অন এয়ার রেডিও শোনে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়াতে রেডিয়ো শুনে আমরা প্রায় সকলেই বড়ো হয়েছি। আকাশবাণী কলকাতার ভোরের খবর, বাংলা ধারাভাষ্যে ফুটবল খেলা শোনা আরও কত কী। রেডিয়ো আমাদের নস্টালজিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই রেডিয়ো নিয়েই পরিচালক শিলাদিত্য মৌলিক নির্মাণ করতে চলেছেন বাংলা ছবি 'রেডিয়ো'।


'সোয়েটার' ছবির মাধ্যমে দর্শকদের মন ছুঁয়ে দেওয়ার পর তিনি তৈরি করেন 'হৃদপিণ্ড'। যদিও হৃদপিণ্ড এখনও রিলিজ করেনি। কিন্তু সেই ছবির গানগুলো অডিও ভার্সনে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে।  'হৃদপিণ্ড' ছবির মুক্তির আগেই তিনি হাত দিতে চলেছেন নতুন ছবিতে। তিনি সমস্ত ছবিতেই নতুনত্ব রাখার চেষ্টা করেন। 'রেডিয়ো' ছবির গল্পও পুরো নতুনত্বে ভরা। একটি মেয়ের একাকীত্বের গল্পকে অন্যভাবে উপস্থাপন করা হবে ছবিতে। 

হিয়া নামের একটি মেয়ে। তার একটি রেডিয়োর সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। সে নিয়মিত রেডিয়োতে গান শোনে, টক শো শোনে৷ রেডিয়ো যেন একটু একটু করে তার আপাতমস্তকের সাথে জড়িয়ে যায়। এভাবেই হিয়ার একাকী এক অদ্ভুত জার্নির কাহিনী উঠে আসবে ছবিতে৷ এককথায় বলতে গেলে যন্ত্রের সাথে একটি একলা মেয়ের অকৃত্রিম ভালোবাসার মধ্য দিয়ে যাত্রাপথই ছবির মূল বিষয়বস্তু। 

কলকাতাতেই খুব শীঘ্রই 'রেডিয়ো'র শ্যুটিং শুরু হতে চলেছে। ছবির কাস্টিং নিয়ে তেমন কিছু এখনো জানা যায়নি। শুধু জানা গেছে, ছবির মুখ্য চরিত্র হিয়ার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা  সরকারকে। ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন সৌম্য ঋত। ছবিটির প্রযোজনায় সিনেম্যাড পিকচার্স। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে থাকছেন শৌভিক বসু। ছবির কাহিনী ও চিত্রনাট্য দুই-ই লিখেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক নিজে। 

'রেডিয়ো' ছবির প্রসঙ্গে পরিচালক শিলাদিত্য মৌলিক  লিটারেসি প্যারাডাইসকে বলেন, "যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন এক মানুষের সাথে অপর মানুষের যে বন্ধুত্ব তৈরি হতো, সেই সম্পর্কগুলো অনেক বেশি গাঢ় হতো। কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পর বন্ধুত্ব অতোটা গাঢ় হচ্ছে না। সকলেই নিজে নিজে একা একা সময় কাটাতে বেশি পছন্দ করছে। আমাদের ছোটোবেলায় রেডিয়ো ছিল। এখন আর রেডিয়ো নেই। লোকে এখন ভিডিও প্ল্যাটফর্ম, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়াতে সময় কাটায়। ঠিক সেরকম ভাবেই একজন মেয়ের একাকীত্ব ও রেডিয়োর সাথে তার যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সেই নিয়েই ছবির গল্প বানানো হয়েছে।" 

প্রতিবেদন- সুমিত দে


No comments