উইম্বলডন জুনিয়ার্সের শেষ চারে প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়
বাঙালির টেনিস বললেই সবার প্রথমেই উঠে আসে আখতার আলি ও জয়দীপ মুখোপাধ্যায়ের নাম। দূর সম্পর্কের বাঙালি হিসেবে লিয়েন্ডার পেজকেও ধরা যায় মাইকেল মধুসূদন দত্তের বংশধর হিসেবে। আর সেভাবে টেনিসের আন্তর্জাতিক মঞ্চে কোনো বাঙালি টেনিস খেলোয়াড়কে দেখা যায়নি। টেনিসের আন্তর্জাতিক মঞ্চে এবার সংযোজিত হলো সমীর বন্দ্যোপাধ্যায় নামের এক বাঙালি ছেলের নাম৷ যে সম্প্রতি উইম্বলডন জুনিয়ার্সের সেমিফাইনালে পৌঁছে গেছে।
১৭ বছর বয়সী সমীর বন্দ্যোপাধ্যায় একজন প্রবাসী বাঙালি। সে প্রতিনিধিত্ব করছে আমেরিকার হয়ে। গত শুক্রবার ক্রোয়েশিয়ার মিলি পোলিসাককে কোয়ার্টার ফাইনালে ৬-১, ৬-১ গেমে পরাজিত করে শেষ চারে উঠলো সমীর বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে গোটা বিশ্বের জুনিয়র টেনিস তারকার মধ্যে ১৯ নম্বরে জ্বলজ্বল করছে তার নাম। ২০১৯ সালে আন্তর্জানিক টেনিসে যাত্রা শুরু হয়েছিল তার৷ বর্তমানে আইটিএফের জুনিয়ার্স ডিভিশনেই খেলছে সে৷ মাত্র দুই বছরেই আন্তর্জাতিক মঞ্চে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে সমীর বন্দ্যোপাধ্যায়।
বিশেষ সূত্র থেকে জানা গেছে, ফরাসী ওপেনের শুরুতেই সে হেরে গেলেও পরিসংখ্যান বলছে, রাফায়েল নাদালের মতোই ক্লে-কোর্টে সে বেশি সফল। ২০১৯ সাল থেকে শুরু হওয়া টেনিস কেরিয়ারে ক্লে-কোর্টে ৪১ টি ম্যাচের মধ্যে ৩৬ টি ম্যাচ জিতেছে সে। হার্ড কোর্টে তার সাফল্যের হার ৭০ শতাংশ। আর ঘাসের কোর্টে চলতি বছরেই সে খেলতে আরম্ভ করেছে।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment