Header Ads

বদ্ধ ঘরে বাস করা একা মানুষের অবসন্নতার গল্প উঠে এলো 'এক কামরা ঘর'-এ


আমাদের চারপাশে এরকম মানুষের সংখ্যা অনেক, যারা একাকী একটা ছোটো ফ্ল্যাট বা এক কামরার ঘরে দিন কাটায়। তারা রুটিনমাফিক জীবনে চলাফেরা করতে গিয়ে অবসন্ন হয়ে পড়ে। প্রতিদিন সকালে উঠে প্রাতঃরাশ। তারপর কাজে লেগে পড়া। এরপর দুপুরে খাবার খেয়ে ভাতঘুম। তারপর বিকেলে একা একা মাঠে ঘোরা। পুনরায় বাড়ি ফিরে নিজের সাথে কিছুটা সময় কাটানো। সবশেষে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়া। তারা বুঝতে পারে না যে ওটা জীবন নাকি সে মিথ্যে একাকীত্বের অভিনয় করছে। ঠিক এমনই একটি বাস্তবসম্মত বিষয়কে পাখির চোখ করে গান বাঁধলেন সঙ্গীতশিল্পী আকিব হায়াত। গানের নাম 'এক কামরা ঘর'। 


গত বছর লকডাউনের সময় আকিব হায়াত এই গানটি লিখেছিলেন৷ গানটি তৈরির নেপথ্যে একটি আশ্চর্য গল্প আছে। গানে যে চরিত্রের কথা উঠে এসেছে, যে শহর থেকে বহু ক্রোশ দূরত্বে একলা জীবন কাটাচ্ছে। আকিব হায়াত একদিন অফিসের কাজ শেষে বাড়ি ফিরলেন। সেদিন তিনি তাঁর ঘরের জানালার পাশে গিটার নিয়ে গুনগুন করছিলেন। ঐ দিনটা ছিল মেঘলা, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। হঠাৎ করেই যেন ঐ চরিত্রটি তাঁর ওপর ভর করে বসে। ব্যাস আর ফিরে তাকাতে হলো না। তিনি নিজের হাতে লিখে ফেললেন 'এক কামরা ঘর'।

গানের কথাগুলোর দারুণ একটা প্রাসঙ্গিকতা আছে। গানের প্রতিটি ছত্র কিছুক্ষণের জন্য একজন মানুষকে বাকরূদ্ধ করে দিতে পারে। জানা গেছে, গানটি লেখার পর গানের চরিত্রটির কথা চিন্তা করে খুব কাঁদতে ইচ্ছে হয়েছিল আকিব বাবুর। ইচ্ছে যখন হলো একটু কেঁদেও ফেললেন তিনি৷ চরিত্রটির কথা ভেবেই তিনি কাঁদলেন। তিনি বুঝতে পারলেন ঐ চরিত্রটির কষ্টের কথা। তাই হয়তো গানটি আরো বেশি ইমোশনাল হয়ে উঠেছে। 

'এক কামরা ঘর' গানটির সুরারোপ করেছেন আকিব হায়াত। পাশাপাশি গানটিতে তিনি গলাও মিলিয়েছেন। এই গানে তাঁর সাথে ডুয়েট হিসেব গলা মিলিয়েছেন নবীন সঙ্গীতশিল্পী অনন্যা চক্রবর্তী। আকিব হায়াতের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে 'এক কামরা ঘর।' গানটিতে গিটার বাজিয়েছেন সানি কর্মকার এবং বাঁশি বাজিয়েছেন স্মরজিৎ রাতুল গুহ।      

গানটির মিউজিক ভিডিও অ্যানিমেটেড ভাবে নির্মিত। আকিব হায়াত চেয়েছিলেন ভিডিও শ্যুট করে তৈরি হোক গানটির ভিডিও। কিন্তু লকডাউনের জন্য সম্ভব হলো না ভিডিও শ্যুট। তাই আকিব বাবুকে নতুন কিছু করার জন্য ভাবতে হয়। শেষমেশ অ্যানিমেটেড ভিডিও-র কথা মাথায় আসে তাঁর। তিনি অরিন্দম ও মহুয়া অর্থাৎ যারা এই অ্যানিমেটেড ভিডিওটি তৈরি করেছেন তাদের সাথে আলাপ-আলোচনা করে ভিডিওর কাজ এগিয়ে নিয়ে যান। অরিন্দম ও মহুয়ার হাতের জাদুতে গানটির এক অসাধারণ অ্যানিমেটেড ভিডিও আমরা দেখতে পাই 'এক কামরা ঘর'- এ। গানে যে চরিত্রের কথা বলা হয়েছে সেই চরিত্রটিকে অ্যানিমেশনের মাধ্যমে আকিব হায়াতের রূপে সজ্জিত করা হয়েছে। 

'এক কামরা ঘর' মুক্তির পর গানটি মন কেড়েছে শ্রোতাদের। শিল্পীমহলেও প্রশাংসা কুড়োচ্ছে গানটি। 


প্রতিবেদন- সুমিত দে


No comments