জোকা মেট্রোর স্টেশনগুলোতে ব্রাত্য বাংলা ভাষা, চলছে বিতর্ক
দক্ষিণ কলকাতার বেহালার সখের বাজারে কলকাতা মেট্রোর লাইন ৩-এর একটি স্টেশন হলো সখের বাজার মেট্রো স্টেশন। সখের বাজার এলাকার নামেই এই স্টেশনটির নামকরণ করা হয়। স্টেশনটি উত্তোলিত ভাবে ডায়মন্ড হারবার রোডের উপরে অবস্থিত৷
তারাতলা থেকে জোকা পর্যন্ত অংশে জোকা, ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা এই ছটি স্টেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পথে। লাইন পাতার কাজও প্রায় শেষ হয়ে এসেছে। তবে ট্রেন চলাচল আরম্ভের জন্য জোকা ডিপোর নির্মাণকাজ শেষ হতে সময় লাগবে৷ আরভিএনএল রয়েছে এই পথ নির্মাণের দায়িত্বে। জোকা মেট্রোর স্টেশনগুলিতে আপ ও ডাউন প্ল্যাটফর্মে সম্প্রতি নামফলক বসানো হয়েছে।
এই নামফলকগুলোকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। কলকাতার মেট্রো স্টেশনে নামফলক নিয়ে আবারো চেনা বিতর্ক ধরা দিচ্ছে। নামফলকগুলি লেখা হয়েছে ত্রিভাষাতে। উপরে বাংলা, মাঝে হিন্দি ও নীচে ইংরেজিতে নামফলক লেখা হয়েছে। সখের বাজার এলাকার লোকেদের অভিযোগ, "বাংলা ও ইংরেজির মাঝে হিন্দিটি অত্যধিক বড় করে লেখা হয়েছে। যার ফলে বাংলা ও ইংরেজি লেখাটা স্পষ্টভাবে চোখে পড়ছে না৷ কেবল হিন্দি লেখাটাই চোখের সামনে জ্বলজ্বল করছে৷ বাংলা ও ইংরেজি সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর নীল রঙে লেখা হয়েছে কিন্তু হিন্দি হরফটি লাল রঙের গোল বৃত্তের ওপর আয়তাকার আঁকা নীল রঙের ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা রঙে লেখা। যা থেকে সহজেই বোঝা যাচ্ছে এখানে হিন্দিকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে।"
কলকাতার নানান রেলপ্রেমী সংগঠন ক্ষোভ প্রকাশ করেছেন মেট্রো রেল কর্তৃপক্ষের এহেন আচরণে। মেট্রো স্টেশনে বাংলা ও ইংরেজিকে ব্রাত্য রাখার বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষকে। সোশ্যাল মিডিয়াতে নতুন মেট্রো স্টেশনগুলির নামফলকের ছবি ছড়িয়ে পড়তেই বহু বাঙালি প্রতিবাদে মুখর হয়ে উঠছেন। সকলের মুখেই একই বক্তব্য যে "হিন্দি সাম্রাজ্যবাদ কীভাবে বাংলা ভাষাকে কোণঠাসা করছে তারও একটি বড়ো উদাহরণ হলো মেট্রো স্টেশনগুলিতে বাংলাকে ব্রাত্য রেখে হিন্দিকে সর্বাধিক প্রাধান্য দেওয়া। যেটা সংবিধান বিরুদ্ধ কাজ৷"
কয়েকমাস আগে বরাহনগর ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও একই চিত্র লক্ষ্য করা গিয়েছিল। তার বিরুদ্ধে বেশ কিছু বাঙালি জাতীয়তাবাদী সংগঠন প্রতিবাদে সরব হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে নামফলকগুলি বদলাতে বাধ্য হয়েছিল রেল কর্তৃপক্ষ। সেবার মেট্রোরেল নিজেদের ভুল স্বীকার করলেও কেন একই ভুল আবার করলো? এটা কী আদৌ ভুল নাকি তারা হিন্দি সাম্রাজ্যবাদের প্রসার ঘটাতে চাইছে বাংলার মাটিতে? এমন বহু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment